ক্রমবিবর্তন
শীলা সোম
হায় বাঙালী, মর্মে মরিস, হয়ে বঙ্গসন্তান,
বাংলা ভাষায় কথা বলে থাকে না বুঝি মান।
গুড মর্নিং বলতে ভালো সুপ্রভাত নয় মোটে,
সুপ্রভাত শুনলে ভাবে, ভেতো বাঙালীই বটে!
কোট, প্যাণ্ট, টাই, শার্ট, জিনসে ঢাকা সারা দেহ,
বাঙালী বলে তাদের আর চিনতে পারে না কেহ।
বিদেশীয়ানা রপ্ত করতে মরীয়া তারা আজ,
বাঙালী বলে পরিচয় দিতে অনেকে পায় লাজ।
ভুলেছে সবাই রবীন্দ্র নাথ, ভুলেছে নজরুল,
বিদেশী সাহিত্যের ঝোঁকে তারা সব মশগুল।
কোথ বঙ্কিম, শরৎচন্দ্র, বাংলার লেখনীকার!
অন্ধকারেই রয়েছেন তাঁরা খুঁজে পাব কি আর?
বঙ্গ সংস্কৃতি হারিয়ে গেছে, এখন আর কোথায়?
ডিস্কো ড্যান্সের আসর বসে পাড়া হতে পাড়ায়।
সর্ষে ইলিশ, মালাই কারি কে আর তোলে মুখে?
চাউমিন আর ইডলি, ধোসায় আছে তারা সুখে।
ল্যাংচা, মিহিদানা, সরপুরিয়া কমেছে যে দর,
হরেক রকম কেক, বার্গার, জমায় আসর।
নেই হাডুডু, কবাডি, খো-খো ফুটবলের দল,
বিদেশী খেলা রপ্ত করে খুশীতে ঝলমল।
হারিয়ে গেছে বাংলা গান, নেই যে আর শ্রোতা,
হিন্দী গানেই আসর মাতায় আজ ও হেথা হোথা।
বাংলা আজ যে অবলুপ্ত, এই বঙ্গ মাঝার,
শুনব কবে বঙ্গদেশের অস্তিত্ব নেই আর ।।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct