অপরিচিত
রমি রেজা
দখিনের দুয়ারে এসেছে আজ উৎসবরাজ বসন্তরে।
নীলাভ রঙের উত্তরীয় পরে,
বসে আছে সে ধুলো মাখা- পথের কিনারে।
আসক্তির শুকনো পাতা- বারবার খসে পড়ে,
আবারো তা জোড়া লাগে,
তার উতলা উচাটন মনে।
নবপল্লব ভরে ওঠে শুকনো- বসন্তের ডালে,
আনমনা মনে তার জেগে উঠে শত শত বিক্ষিপ্ত স্বপ্নরে।
ভগ্ন স্বপ্নগুলো পাড়ি দেয়- গোধূলির আবিরে,
ভাঙ্গা তরণীখানা পড়ে থাকে- তটের কিনারে।
উন্মত্ত যৌবন নেমে আসে,
কৃষ্ণপক্ষের কালো- অন্ধকারের পথ দিয়ে।
‘না তো কিছুই হয়নি- আমার’বলেছিলে তুমি,
হয়েছিল তোমার অনেক খানি
কিন্তু কিছুই আমায় বলনি।
বসন্তের আকাশে জমে ওঠা কালো মেঘে,
তোমার সেই ম্লান হাসির বেগে,
তারপর অপরিচিত হলাম- আমরা পরস্পরে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct