ইসরাফিল বৈদ্য, হাড়োয়া, আপনজন: এ বছর মেলা বন্ধ করে সৈয়দ আব্বাস আলি ওরফে পীর গোরাচাঁদ রহ.-এর স্মরণে সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে সর্বধর্ম সম্মেলন ও মাহফিলে ওয়াজ অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাড়োয়াতে। তাই ১০ ও ১১ ফাল্গুন উঃ ২৪ পরগনা জেলার হাড়োয়ার মাজমপুরে দু’দিনব্যাপী জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের উলামা-হযরতদের উপস্থিতিতে মাহফিলে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা রাখে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য ধর্ম প্রচারের লক্ষ্যে প্রায় ৭০০ বছর পূর্বে মক্কা শরীফের জমজম মহল্লা থেকে উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়ায় এসেছিলেন ২২ আউলিয়া প্রধান সৈয়দ আব্বাস আলি ওরফে পীর গোরাচাঁদ (রহ.)। কুরআন সুন্নাহের আলোকে মানুষকে সঠিক পথের সন্ধান দিতে তাঁর লড়াই-সংগ্রামের কথা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। পীর গোরাচাঁদ রহ.-র মূলত লড়াই ছিল শিরক-বিদআতের বিরুদ্ধে। অথচ কালের বিবর্তনে সেই পীর সাহেবের নামে উত্তর ২৪ পরগনা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে অপসংস্কৃতিতে ভরা মেলা হয়ে আসছে। পীর গোরাচাঁদ রহ.-র মাজার হাড়োয়া-সহ বেশ কিছু জায়গায় আজও এই অপসংস্কৃতিতে ভরা মেলা জারি আছে। মেলার পক্ষে বিপক্ষে মতানৈক্য প্রতিফলিত হয়েছে একাধিকবার। আয়োজক কমিটির কর্তারা বারে বারেই বেকায়দায় পড়ে স্থানীয় মানুষের চাহিদাকে প্রাধান্য দিতে। বলাবাহুল্য হাড়োয়াতে সবচেয়ে বড় বাজেটের মেলা হাড়োয়া থানার মাজমপুরে অনুষ্ঠিত হয়। জানা যায়, ২০০৮ সাল থেকে মেলা বন্ধ হয়ে যাওয়ার একটা চেষ্টার আভাস পাওয়া যাচ্ছিল, কিন্তু কোনওভাবেই তা ফলপ্রসু হয়নি। এটা নিয়ে ধর্মপ্রাণ মানুষের মধ্যে চাপা ক্ষোভ ছিল। গত বছর এলাকার বিশিষ্ট মানুষদের নিয়ে একটি সর্বধর্ম সমন্বয় কমিটি গঠন করে, শতাব্দী প্রাচীন শিরকযুক্ত পীরের নামে বিচিত্রা অনুষ্ঠান-সহ অপসংস্কৃতিতে ভরা মেলা বন্ধ করে দেওয়ার যুগন্তকারী সিদ্ধান্ত নেয় আবদুল খালেক মোল্লা-সহ মেলা কমিটি।মেলা বন্ধ করে এ বছর সৈয়দ আব্বাস আলি ওরফে পীর গোরাচাঁদ রহ.-এর স্মরণে সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে সর্বধর্ম সম্মেলন ও মাহফিলে ওয়াজ অনুষ্ঠিত হচ্ছে । ১০ ফাল্গুন সমস্ত ধর্মগুরুদের উপস্থিতিতে সর্বধর্ম সম্মেলন ও আজ ১১ ফাল্গুন জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের উলামা-হযরতদের উপস্থিতিতে মাহফিলে ওয়াজ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নূরুল ইসলাম, উঃ ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, আব্দুল খালেক মোল্লা , মাওলানা শফিক কাশেমী, ডোমেনিক গোমস, ফাদার বিশপ, অরুনজ্যোতি ভিক্ষু, বাংলাদেশ থেকে আগত আলমামুন রাসেল, বিশিষ্ট আলেম আব্দুল মাতিন, মাওঃ কামরুজ্জামান, হাফেজ আজিজউদ্দিন প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct