আপনজন ডেস্ক: কংগ্রেস ও আম আদমি পার্টি (আপ) শনিবার ৪:৩ ফর্মুলায় দিল্লি লোকসভা আসনের জন্য তাদের আসন সমঝোতা শেষ করেছে। দিল্লিতে আম আদমি পার্টির ৪টি এবং কংগ্রেসের বাকি ৩টি লোকসভা আসনে লড়বে। দিল্লি লোকসভায় ৭টি আসন রয়েছে। নয়াদিল্লি, পশ্চিম দিল্লি, দক্ষিণ দিল্লি ও পূর্ব দিল্লিতে লড়বে আম আদমি পার্টি। কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ মুকুল ওয়াসনিক জানিয়েছেন, চাঁদনি চক, উত্তর-পূর্ব ও উত্তর পশ্চিমে লড়বে কংগ্রেস।ওয়াসনিক বলেন, গুজরাতের ২৬টি লোকসভা আসনে কংগ্রেস ২৪টি আসনে এবং আপ ভারুচ ও ভাবনগর দুটি আসনে প্রার্থী দেবে। ভারুচ আসনটি প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের সাথে চিহ্নিত করা হয়েছে এবং এটি দলের জন্য সংবেদনশীল মূল্য রয়েছে। প্যাটেলের মেয়ে এই নির্বাচনী এলাকায় সক্রিয় ছিলেন, যা তিনি ২০২৪ সালের প্রতিযোগিতার জন্য তার দাবি উত্থাপন করার জন্য ব্যাপকভাবে দেখা গেছে। কংগ্রেস নেতা বলেন, হরিয়ানায় তাঁর দল ৯টি লোকসভা আসনে লড়বে, আর আপ লড়বে একটি আসনে।তিনি বলেন, হরিয়ানায় ১০টি লোকসভা আসন রয়েছে। কংগ্রেস লড়বে ৯টিতে। কুরুক্ষেত্রে আপের প্রার্থী থাকবে ১টি আসনে। ওয়াসনিক আরও বলেন, “চণ্ডীগড় নিয়ে দীর্ঘ আলোচনার পর শেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে কংগ্রেস প্রার্থী সেখান থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। কংগ্রেস গোয়ার দুটি লোকসভা আসন এবং চণ্ডীগড়ের একমাত্র আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। দুই দলই পাঞ্জাবে একলা চলার সিদ্ধান্ত নিয়েছে।কংগ্রেস ও আপ যৌথভাবে সাংবাদিক সম্মেলন করে আসন সমঝোতা চূড়ান্ত করার কথা ঘোষণা করেছে। দিল্লির মন্ত্রী এবং এএপি নেতা অতিশি মারলেনা এবং সৌরভ ভরদ্বাজও ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।রবিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পাশে বসা অভিষেক মনু সিঙ্ঘভির দেওয়া মধ্যাহ্নভোজে কেজরিওয়াল হাজির হন এবং বিজেপিকে নিশানা করে দু’জনের প্রাণবন্ত কথোপকথন হয়।
দিল্লি কংগ্রেসের একাংশ আম আদমি পার্টির সঙ্গে জোটের বিরোধিতা করে আসছে, কারণ তারা যুক্তি দেখিয়েছে যে এটি জাতীয় রাজধানীতে দলকে ধ্বংস করবে। তবে কংগ্রেস নেতৃত্ব এই যুক্তিতে সরব হয়েছেন যে “বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্যের স্বার্থে ছোটখাটো ত্যাগ স্বীকার করতে হয়”। কয়েকদিন আগে উত্তরপ্রদেশে, যেখানে সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ দেবেন, সেখানে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উত্তর প্রদেশে ভারতীয় ব্লক প্রথম সাফল্য অর্জন করেছে, যেখানে সমাজবাদী পার্টি এবং কংগ্রেস রাজ্যের ৮০ টি লোকসভা আসনের মধ্যে ৬৩-১৭ বিভাজনে সম্মত হয়েছে। কংগ্রেস ২০টি আসন চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ১৭টি আসনে সন্তুষ্ট হয়। উত্তরপ্রদেশ ও দিল্লি চুক্তি হয়ে যাওয়ায় কংগ্রেস সূত্রের খবর, অধিকাংশ রাজ্যেই ফলপ্রসূ হবে ভারত। সূত্রের খবর, ঝাড়খণ্ডে জেএমএমের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত হয়ে গিয়েছে এবং মহারাষ্ট্র, তামিলনাড়ু, বিহারের মতো রাজ্যগুলি পাইপলাইনে রয়েছে। এর আগে প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সাথে আসন ভাগাভাগির সম্ভাবনা সম্পর্কে পরিষ্কার করে বলেছিলেন যে “আলোচনা চলছে”। ইন্ডিয়া জোট শক্তিশালী করার বিরোধীদের উদ্দেশ্য পুনর্ব্যক্ত করে কংগ্রেসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বলেছে যে তারা ভারতীয় জোটকে শক্তিশালী করতে চায় এবং সবচেয়ে বড় উদ্দেশ্য বিজেপিকে পরাজিত করা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct