আপনজন ডেস্ক: বিলকিস বানু মামলায় অভিযুক্ত আসামিদের একজনকে শুক্রবার ১০ দিনের জন্য প্যারোলে মুক্তি দিয়েছে গুজরাট হাইকোর্ট। মুক্তি পাওয়া আসামি হল রমেশ চন্দনা। আগামী ৫ মার্চ তার এক ভাগ্নের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে রমেশ যাতে অংশ নিতে পারে তাই হাইকোর্ট এ আদেশ দেয়। তাকে নিয়ে এ মামলায় অভিযুক্ত আসামিদের মধ্যে দুজন প্যারোলে কারাগার থেকে মুক্তির আদেশ পেল। ২০০২ সালে গোধরায় দাঙ্গা চলাকালে বিলকিস বানুকে দলবদ্ধভাবে ধর্ষণ এবং তাঁর পরিবারের সাত সদস্যকে মেরে ফেলার ঘটনায় করা মামলায় ওই ১১ জন অভিযুক্ত হয়। ২০২২ সালের আগস্টে, কারাগারে ‘ভাল আচরণের’ কথা উল্লেখ করে রাজ্য সরকার ১৯৯২ সালের নীতি অনুসারে তাদের ক্ষমা আবেদন গ্রহণ করার পরে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১১ জন আসামিকে কারাগার থেকে অকাল মুক্তি দেওয়া হয়েছিল। এরপর সুপ্রিম কোর্ট ১৪ বছর কারাগারে থাকার পর ২০২২ সালে স্বাধীনতা দিবসে গোধরা জেলা কারাগার থেকে মুক্তি পাওয়া দোষীদের দুই সপ্তাহের মধ্যে কারাগারে ফেরার নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টের এক আদেশে বিলকিস বানু মামলায় অভিযুক্ত ১১ আসামির সবাই গত ২১ জানুয়ারি গোধরা শহরের কারাগারে আত্মসমর্পণ করে। শুক্রবার দেওয়া আদেশে বিচারপতি দিব্যেশ জোশি বলেন, দোষী-আবেদনকারী তার বোনের ছেলের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার কারণে প্যারোল ছুটির জন্য প্রার্থনা করে। তাকে দশ দিনের জন্য প্যারোলে ছুটিতে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টে গুজরাট সরকারের দাখিল করা হলফনামায় দেখা গেছে, ২০০৮ সালে কারাগারে থাকা শুরুর পর রমেশ চন্দনা এ পর্যন্ত ১ হাজার ১৯৮ দিনের প্যারোল ও ৩৭৮ দিনের সাময়িক ছুটি ভোগ করেছে। ইতিমধ্যে বিলকিস বানু মামলার অন্য আসামি প্রদীপ হাইকোর্টের নির্দেশে ৭ থেকে ১১ ফেব্রুয়ারি গোধরা কারাগার থেকে প্যারোলে মুক্তি পায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct