আপনজন ডেস্ক: প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সদ্য অনুষ্ঠিত পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা বাতিল করে ছয় মাসের মধ্যে পুনরায় পরীক্ষার নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। রাজ্য সরকার স্পেশাল টাস্ক ফোর্সের অভিযোগের তদন্তের কথাও ঘোষণা করেছে। গত ১৭ ও ১৮ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই নিয়েঅগ পরীক্ষার। ৪৮ লক্ষেরও বেশি পরীক্ষার্থী ছিল। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে জানানো হয়েছে, তথ্যের ভিত্তিতে স্বচ্ছতা ও পবিত্রতার কথা মাথায় রেখে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ছয় মাসের মধ্যে পুনরায় পরীক্ষা করা হবে এবং ইউপিএসআরটিসি বাসগুলি পরীক্ষার্থীদের বিনামূল্যে কেন্দ্রগুলিতে নিয়ে যাবে। প্রশ্ন ফাঁস নিয়ে কংগ্রেস নেতা বাহুল গান্ধি বলেছেন, ছাত্র শক্তি ও যুব ঐক্যের বড় বিজয়! অবশেষে বাতিল হল উত্তরপ্রদেশ পুলিশ পরীক্ষা। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব শনিবার বলেছেন, উত্তরপ্রদেশ সরকার রাজ্যে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা ২০২৪ বাতিল করার সিদ্ধান্ত যুবকদের জয় এবং বিজেপি সরকারের কথিত অন্যায়ের পরাজয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct