আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (ডব্লিউবিপিসিবি) জানিয়েছে, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কল্যাণীতে এইমসের ভার্চুয়াল উদ্বোধন করবেন, তার কোনও পরিবেশগত ছাড়পত্র নেই। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের (এমওইএফসিসি) নির্দেশিকা অনুসারে, ২০,০০০ বর্গমিটারের চেয়ে বড় যে কোনও প্রকল্পের জন্য পরিবেশগত ছাড়পত্র (ইসি) প্রয়োজন, ডাব্লুবিপিসিবি চেয়ারম্যান কল্যাণ রুদ্র শনিবার বলেছেন। এক সাংবাদিক সম্মেলনে বলেন কল্যাণ রুদ্র বলেন, রাজ্যের নদিয়া জেলায় অবস্থিত এইমস কল্যাণী ২০ হাজার বর্গমিটারেরও বেশি এলাকা জুড়ে স্থাপন করা হয়েছে। ২০২২ সালের ৬ অক্টোবর এইমস কল্যাণী কর্তৃপক্ষ পরিবেশগত ছাড়পত্রের জন্য আবেদন করেছিল। ছাড়পত্র পাওয়ার আগেই এর নির্মাণ কাজ শুরু হয়।প্রকল্পটি ‘ভায়োলেশন ক্যাটাগরি’র আওতায় রয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, এমওইএফসিসি নির্দেশিকা অনুসরণ করে, ডব্লিউবিপিসিবি পরিবেশগত ক্ষতির ব্যয় এবং ১৫ কোটি টাকারও বেশি জরিমানা আরোপ করেছে। উল্লেখ্য, ২০২২ এর ১৯ অক্টোবর ভায়োলেশন ক্যাটাগরিতে ছাড়পত্র দেওয়ার জন্য স্টেট এক্সপার্ট অ্যাপ্রাইজাল কমিটি সুপারিশ করে। ১০০০ কোটির বেশি প্রজেক্ট। ৫ কোটি জরিমানা হয় দূষণ বাবদ, ১০ কোটি পেনাল্টি। দুটো মিলিয়ে ১৫ কোটি ১০ লক্ষ ৭২ হাজার ৫০০ টাকা জমা দিতে বলা হয়। এরমধ্যে পরিবেশ দূষণ এবং জরিমানা বাবদ টাকা ধার্য আছে। পরবর্তী কালে এইমস এই টাকার গোটা অঙ্ক মকুবের আবেদন জানায়। গত ২ জানুয়ারি এবং ২ ফেব্রুয়ারি ২টি অর্ডারে সুপ্রিম কোর্ট ভায়োলেশন ক্যাটাগরিতে ছাড়পত্রের বিষয়টি বাদ রাখার নির্দেশ দেয়। এই নির্দেশের প্রেক্ষিতে রাজ্য পরিবেশ দফতর জানিয়ে দেয় সুপ্রিম কোর্টের এই নির্দেশ যতদিন পর্যন্ত বহাল থাকবে ততদিন পর্যন্ত ভায়োলেশন ক্যাটাগরিতে কল্যাণী এইমস পরিবেশ ছাড়পত্র দেওয়া রাজ্যের পক্ষে সম্ভব নয়। রাজ্য সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে দাবি করা হয়, কল্যাণী এইমসের নতুন বিল্ডিংয়ের জন্য পরিবেশ সংক্রান্ত কোনও ছাড়পত্র নেয়নি।এইমস কল্যাণী অবশ্য এই যুক্তি দেখিয়ে ছাড়ের জন্য আবেদন করেছে যে এটি একটি স্বাস্থ্য সুবিধা এবং এর জন্য পরিবেশগত ছাড়পত্রের প্রয়োজন নেই।কিন্তু রাজ্য সরকারের এই টাকা ছাড় দেওয়ার কোনও এক্তিয়ার নেই বলে জানান রুদ্র। এই ঘটনায় কল্যাণীর এসিজেএম আদালতে মামলা দায়ের করেছে ডব্লিউবিপিসিবি। এ ব্যাপারে এইমস কর্তাদের সাথে যোগাযোগ করা যায়নি। এইমসের কল্যাণী ইউনিট, যার ওপিডি ২০১৯ সাল থেকে চালু রয়েছে, ১৭৯.৮ একর জমিতে বিস্তৃত। এটি ৩৪ টি বিভাগ এবং একটি মেডিকেল কলেজ সহ একটি ৯৬০ শয্যাবিশিষ্ট সুপার স্পেশালিটি হাসপাতাল।প্রধানমন্ত্রী রবিবার পাঁচটি এইমস হাসপাতাল ভার্চুয়ালি জাতির উদ্দেশে উৎসর্গ করতে চলেছেন।পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বসু, কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং রাজ্যের তিন কেন্দ্রীয় মন্ত্রীর এইমস কল্যাণীতে উপস্থিত থাকার কথা রয়েছে।উল্লেখ্য, এইমস-এর কল্যাণী ইউনিটের আউটডোর পরিষেবা ২০১৯ সাল থেকে চলছে৷ এটি ১৭৯.৮ একর জমি জুড়ে বিস্তৃত। এটি ৩৪টি বিভাগ এবং একটি মেডিকেল কলেজ সহ একটি ৯৬০শয্যা বিশিষ্ট সুপার স্পেশালিটি হাসপাতাল। এইমস কল্যাণীতে ১৪৬ জন শিক্ষক এবং চিকিৎসক রয়েছে। এটি ২০১৫ সালে কেন্দ্রের প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার অধীনে অনুমোদিত হয়েছিল। ২০১৬ সালে ৫০ জন এমবিবিএস শিক্ষার্থী নিয়োগের মাধ্যমে এখানে একাডেমিক কার্যক্রম শুরু হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct