আসিফ রনি, জঙ্গিপুর, আপনজন: অদম্য ইচ্ছাশক্তি ও মনের জেরে ধর্মীয় অনুশাসন ও পিছিয়ে পড়া জায়গায় থেকেও যে সাফল্য আসে তা আবারো প্রমাণ করলেন দুই মেয়ে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের সেকেন্দ্রা অঞ্চলের শ্রীধরপুর ও দস্তমাড়া একেবারে পিছিয়ে পড়া প্রত্যন্ত গ্রাম হিসাবে পরিচিত। সেভাবে নিয়ে শিক্ষার হার নেই বললেই চলে। এবার এই এলাকা থেকে উল্লেখযোগ্য রেজাল্ট করে তাক লাগালেন দুই মেয়ে। খুশি হয়ে তাদের সংবর্ধনা দিয়ে শুভেচ্ছা জানালেন বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী আখরুজ্জামান। রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের শ্রীধরপুর গ্রামের বিড়ি শ্রমিক বাবলু শেখের কন্যা রুকসানা পারভীন। CSIR NET এ নজর কারা সাফল্য তার। সর্বভারতীয় ১০৭ নম্বর স্থান করে তাক লাগিয়ে দিয়েছে সে। রুকসানার ইচ্ছা ম্যাথমেটিক বিষয়ে গবেষক হওয়ার। তার এমন সাফল্যে খুশি পরিবার থেকে পাড়া-প্রতিবেশীরা। অন্যদিকে এই অঞ্চলেরই দস্তমারা গ্রামের বিড়ি শ্রমিক রবিউল সেখের মেয়ে ফাতেমা খাতুন। নেট এবং জিআরএফে কোয়ালিফাই করে নজর করেছে সে। অত্যন্ত গ্রামের অতি সাধারণ পরিবারের মেয়ে হয়েও এত বড় সাফল্যে কথা শুনে বাড়িতে ভিড় জমাচ্ছেন পাড়া-প্রতিবেশীরা। শুক্রবার এই সাফল্যের কথা শুনে তাদের বাড়িতে পৌঁছে যান বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী আখরুজ্জামান। সংবর্ধনা জানিয়ে সব রকম ভাবে পরিবারের পাশে থাকার আশ্বাস দিন তিনি।
এদিন তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন , প্রত্যন্ত গ্রামের এই দুই মেয়ে যে সাফল্য পেয়েছে তা শুধু তাদের একার নয় সে সাফল্য আমাদের সকলের। অন্যদিকে ধর্মীয় অনুশাসনের মধ্যে থেকেও যে সফলতা পাওয়া যায় সেটাও প্রমাণ করেছে তারা। সুতরাং তারা আমাদের ও আমাদের সমাজের গর্ব। আগামীতে পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করুক তারা ,এটাই চাই।
উল্লেখ্য এই দুই মেয়ে অতি সাধারণ পরিবারের, উভয়েরই বাবা বিড়ি শ্রমিক। ছোট বেলা থেকেই মেধাবী তারা । পড়াশোনা পাশাপাশি ধর্মীয় অনুশাসন মেনে পাঁচ বার নামাজ পরেন। এমন কি হিজাব পরেন তারা। তাদের সাফল্যের পর অনেকে বলছেন ধর্মীয় শাসন মেনেও যে সফলতা আসে সেটা প্রমাণ করেছে তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct