বিশেষ প্রতিবেদক, রঘুনাথগঞ্জ, আপনজন: নিজেদের প্রাণের বিনিময়ে হলেও এন.আর.সি’র বিরুদ্ধে সংগ্রাম করে নিজেদের নাগরিকত্ব রক্ষা করতে হবে” গতকাল আধার কার্ড বাতিলের বিরুদ্ধে ও কৃষক আন্দোলনের সমর্থনে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের পুঠিয়ায় জনসাধারণকে সচেতনতামূলক পথসভা থেকে বললেন সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সহ সভাপতি মুহাম্মদ সাহাবুদ্দিন।
এদিন তিনি বর্তমান ভারতবর্ষের প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন। সিএএ এন.আর.সি’ প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বলেন— কোনো রাজনৈতিক দল আপনাদের নাগরিকত্ব রক্ষা করতে পারবে না, না মমতা পারবে না অধীর পারবে, তাঁরা শুধু আপনাকে নানান প্রতিশ্রুতি দিয়ে ভোট নেবে। যদি কোনো মাধ্যম আপনার নাগরিকত্ব রক্ষা করতে পারে সেটা বৃহত্তম গণ আন্দোলন। আমরা সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া এই আন্দোলনের প্রথম কাতারে থাকবো, নিজেদের জীবন দিয়ে হলেও আমাদের নাগরিকত্ব রক্ষা করতে হবে তাই রাজনৈতিক সমর্থন না দিলেও আন্দোলন গড়ে তুলতে আমাদের সঙ্গ দেন। এছাড়াও ভারতবর্ষের ইতিহাস, ব্রিটিশদের শাসন ও স্বাধীনতা সংগ্রামীদের বিসর্জন প্রসঙ্গে বক্তব্য রাখেন রঘুনাথগঞ্জ বিধানসভার সভাপতি মাওলানা সহিদুল ইসলাম। তিনি বলেন— হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকল ধর্মের মানুষ একত্রিত হয়ে দেশ স্বাধীন করেছে আবারো আজ আমরা ঐক্যবদ্ধ হয়ে তাঁদের দিয়ে যাওয়া স্বাধীনতা রক্ষা করব। তাঁদের সাম্প্রদায়িক কৌশল সম্পর্কে সচেতন থেকে আমাদের এগিয়ে যেতে হবে, সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া আপোষহীন ভাবে এই পথে সংগ্রাম করে চলেছে আপনারা সঙ্গ দেন, ক্ষুধা মুক্ত ভয় মুক্ত ভারত গড়ার অঙ্গীকার নেন। এছাড়াও বক্তব্য রাখেন উত্তর মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য জাকির হোসেন, মহম্মদ সেলিম প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct