সমীর দাস, কলকাতা, আপনজন: গত কয়েকদিন ধরেই আধার কার্ড নিষ্ক্রিয় হওয়া নিয়ে উত্তাল হচ্ছে বাংলার রাজনীতি। ঘটনাচক্রে দেখা গেছে আধার নিষ্ক্রিয় হয়েছে মূলত মতুয়া, নমঃশূদ্র, উদ্বাস্ত ও এসসি, এসটিদের। মুক্রবার কলকাতার রাজপথে তাদের বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। এই প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন, তৃণমূল কংগ্রেস নমঃশূদ্র ও উদ্বাস্তু সেল এর রাজ্য সভাপতি রঞ্জিত সরকার। কেন্দ্রীয় বঞ্চনার পর এবার আধার নিষ্ক্রিয় করার প্রতিবাদে মতুয়া, নমঃশূদ্রদের আধার কার্ড বাতিলে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।সূত্রের খবর, দেশজুড়ে ৩২ কোটি আধার কার্ড নিষ্ক্রিয় করা হচ্ছে। এর মধ্যে এ রাজ্যের উত্তর ২৪ পরগনা, নদিয়া, জলপাইগুড়ি, হুগলি ও মালদহ, দুই দিনাজপুর,বাঁকুড়া,কোচবিহার সহ একাধিক জেলার প্রায় দুলক্ষ কার্ড রয়েছে। কার্ড নিষ্ক্রিয় হওয়ার ফলে একদিকে যেমন ব্যাঙ্কে লেনদেন করা যাচ্ছে না, মিলছে না সরকারী প্রকল্পের সুবিধা। অন্যদিকে রেশন মিলছে না। আশঙ্কা, এর পর ভোটার কার্ডও নিষ্ক্রিয় করা দেওয়া হবে।বিপদে ও হতাশায় পরেছে স্কুল ছাত্র, ছাত্রী থেকে শুরু করে চাষি, ছোট ব্যবসায়ী,চাকরীজীবি সকলেই। আতঙ্কে গ্রামের মানুষ কান্নাকাটি ও অসহায় বোধ করছেন।সবার ধারনা হচ্ছে অসমের মতো এ রাজ্যেও ‘ডি-ভোটার’ বা ‘ডাউটফুল ভোটার’ করে রাখা হবে।
রঞ্জিত সরকার বলেছেন, যাদের কার্ড বাতিল হয়েছে তাঁদের অধিকাংশই ১০০ দিনের কাজ প্রকল্পের জবকার্ড হোল্ডার। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন, ‘অধিকাংশ ক্ষেত্রে মতুয়া, নমঃশূদ্র, উদ্বাস্ত, তফসিলি জাতি এবং গরিব মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। তাঁদের জন্য গত মঙ্গলবার থেকেই রাজ্য সরকার চালু করছে ‘আধার গ্রিভান্স পোর্টাল অব গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল’। যাঁদের আধার কার্ড বাতিল হয়েছে, তাঁদের বলছি, এই পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করুন। সংশ্লিষ্ট ব্যক্তিদের রাজ্যের উদ্যোগে বিকল্প কার্ড দেওয়া হবে। এই কার্ড দেখিয়েই মিলবে সরকারি পরিষেবা।’ রঞ্জিত সরকার আরো বলেছেন, ‘আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার ফলে মানুষ ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারছেন না। তাঁরা যাতে ভোট দিতে না পারেন সেই চক্রান্ত করেছে বিজেপি’। এর প্রতিবাদে কলকাতা ধর্মতলার ট্রাম ডিপো থেকে হাজার হাজার নমঃশূদ্র ও উদ্বাস্তু সম্প্রদায় সাধারণ মানুষ পদযাত্রার মধ্য দিয়ে গান্ধী মূর্তি পাদদেশে গিয়ে উপস্থিত হয়। সেখানে প্রায় ৪ ঘন্টা ধরে ধর্নায় বসে থাকেন রঞ্জিত সরকার সহ রাজ্য ও জেলা স্তরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। ন অল ইন্ডিয়া মতুয়া নমঃশূদ্র ও উদ্বাস্তু উন্নয়ন পরিষদ এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। সকলের মধ্যেই ক্ষোভের উত্তাপ দেখা গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct