আপনজন ডেস্ক: প্রথমবারের মতো কোনো ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের একটি মহাকাশযান চাঁদে অবতরণ করেছে। যুক্তরাষ্ট্রের হিউস্টনভিত্তিক ইনটুইটিভ মেশিনের ‘ওডিসিয়াস’ ১৯৭২ সালের অ্যাপোলো অভিযানের পর চাঁদের বুকে যাওয়া প্রথম কোনো মার্কিন মহাকাশযান। মনুষ্যবিহীন ওডিসিয়াস চাঁদের দক্ষিণ মেরুর কাছে নেমেছে। শেষ মুহূর্তে কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছিল না বলে নিয়ন্ত্রণকক্ষ থেকে অবতরণের বিষয়টি নিশ্চিত হতে একটু সময় লেগেছিল। তবে কয়েক মিনিট অপেক্ষার পর একটি সংকেত পান সংশ্লিষ্টরা। ফ্লাইট ডিরেক্টর টিম ক্রেনের মুখ থেকে প্রথম ঘোষণাটি আসে।
তিনি বলেন, ‘এখন আমরা নিশ্চিতভাবে বলতে পারি, আমাদের মহাকাশযান চাঁদের পৃষ্ঠে এবং ট্রান্সমিশন শুরু হয়েছে।’ সঙ্গে সঙ্গে কম্পানির কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। দেশটির সর্বশেষ চন্দ্রাভিযান হয়েছিল ১৯৭২ সালে। অ্যাপোলো মিশনের অংশ হিসেবে পৃথিবীর একমাত্র উপগ্রহের জমিনে ঠাঁই করে নিয়েছিল তাদের মহাকাশযান। ওডিসিয়াসে করে ছয়টি বৈজ্ঞানিক যন্ত্র পাঠিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। এর মধ্যে রয়েছে এমব্রি-রিডল অ্যারোনটিক্যাল ইউনিভার্সিটির পাঠানো একটি ক্যামেরা সিস্টেম। চাঁদের মাটির থেকে যানটি ৩০ মিটার উঁচুতে থাকার সময়ই এটি স্থাপন হওয়ার কথা। ক্যামেরা সিস্টেমটি ডিজাইন করা হয়েছে রোবটটির সেলফি তোলার জন্য। আমেরিকান শিল্পী জেফ কুনস ল্যান্ডারের পাশে একটি বাক্স জুড়ে দিয়েছেন। বাক্সে স্টেইনলেস স্টিলের তৈরি ১২৫টি ছোট বল রয়েছে। এক মাসে চাঁদের বিভিন্ন পর্যায়ের প্রতীক এই বলগুলো।অবতরণের পর সংস্থাটির প্রধান বিল নেলসন এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, এর মধ্য দিয়ে চাঁদে প্রত্যাবর্তন করল যুক্তরাষ্ট্র। আজ মানবতার ইতিহাসে প্রথমবার, একটি বাণিজ্যিক কম্পানি, একটি আমেরিকান কম্পানি এমন অভিযাত্রায় নেতৃত্ব দিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct