আপনজন ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত চার মাসেরও বেশি সময় ধরে নির্মম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সেই হামলায় প্রায় ৩০ হাজার মানুষ নিহত হয়েছে। এরই মধ্যে অপর ফিলিস্তিনি ভূখণ্ড অধিকৃত পশ্চিম তীরে আরো ৩ হাজার অবৈধ বসতি স্থাপনের পরিকল্পনা এগিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালের স্মতরিচ গতকাল এই ঘোষণা দিয়েছেন। পশ্চিম তীরে গুলিবিদ্ধ হয়ে এক ইসরায়েলি নিহত হওয়ার ঘটনার পরপরই স্মতরিচ এই ঘোষণা দেন।
এক বিবৃতিতে ইসরায়েলের অর্থমন্ত্রী বলেছেন, পশ্চিম তীরের মা’আলে আদুমিমে ২ হাজার ৩৫০টি নতুন বসতি, কেদারে আরো ৩০০টি এবং এফরাতে আরো ৬৯৪টি নতুন বসতি স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইসরায়েল সরকারের সিদ্ধান্ত মোতাবেকই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত, কৌশলগত বিষয়ক মন্ত্রী রন দারমারের সঙ্গে বৈঠকের মাধ্যমেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিশ্লেষকেরা বলছেন, এর মধ্য দিয়ে একটি বিষয় স্পষ্ট যে, ইসরায়েল সরকারের ওপর এখনো কট্টর ডানপন্থীদের প্রভাব অনেক বেশি।
স্মতরিচ আরো বলেন, ‘আমাদের ক্ষতি করার পরিকল্পনাকারী প্রতিটি সন্ত্রাসী যেন জানতে পারে যে, ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে আঙুল তুলতে গেলে পুরো ইসরায়েলি ভূখণ্ডে আমাদের মুষ্টি আরো দৃঢ় হবে এবং পাশাপাশি তারা মৃত্যু ও ধ্বংসের মুখোমুখি হবে।’
তিনি এই সিদ্ধান্তকে ‘উপযুক্ত জায়নবাদী প্রতিক্রিয়া’ বলে আখ্যা দিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct