আপনজন ডেস্ক: পঞ্জাব-হরিয়ানা সীমান্তে নিহত কৃষকের বোনকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ ও চাকরি দেওয়ার ঘোষণা করছেনে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। শুক্রবার খানাউরি সীমান্তে নিহত কৃষক শুভকরণ সিংয়ের বোনকে এক কোটি টাকা ক্ষতিপূরণ ও সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। বুধবার পঞ্জাব-হরিয়ানা সীমান্তের খানুরি সীমান্তে সংঘর্ষে ভাতিন্ডার বাসিন্দা শুভকরণ সিং (২১) নিহত ও ১২ জন পুলিশ কর্মী আহত হন। কিছু প্রতিবাদী কৃষক যখন ব্যারিকেডের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন তখন এই ঘটনাটি ঘটে।
সোশ্যাল মিডিয়ায় পাঞ্জাবি ভাষায় একটি পোস্টে মান বলেন,খানুরি সীমান্তে কৃষক আন্দোলনে নিহত শুভকরণ সিংয়ের পরিবারকে পঞ্জাব সরকারের পক্ষ থেকে এক কোটি টাকা আর্থিক এবং তার ছোট বোনকে সরকারি চাকরি দেওয়া হবে। দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কৃষক নেতারা সিং-এর আত্মীয়দের আর্থিক ক্ষতিপূরণ এবং তাঁর পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার পাশাপাশি তার মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করার দাবি জানাচ্ছিলেন। ভাতিন্ডার বাল্লো গ্রামের বাসিন্দা সিংকে ‘শহিদ’ মর্যাদা দেওয়ার দাবিও জানিয়েছেন তাঁরা।
পাতিয়ালার রাজিন্দ্র হাসপাতালের মর্গে রাখা সিংয়ের ময়নাতদন্ত বিলম্বিত হয়। কারণ কৃষকরা তাদের দাবি মেনে নেওয়ার জন্য চাপ দেয়। মুখ্যমন্ত্রী বুধবার বলেছেন যে তিনি তরুণ কৃষকের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন এবং দৃঢ়তার সাথে বলেছেন যে এর জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের পর মামলা দায়ের করা হবে। তার মৃত্যুর জন্য দায়ী আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
কেন্দ্রীয় সরকারকে ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টি এবং কৃষি ঋণ মকুব সহ তাদের দাবিদাওয়া মেনে নেওয়ার জন্য চাপ দিতে।সংযুক্ত কিষাণ মোর্চা (অরাজনৈতিক) এবং কিষাণ মজদুর মোর্চা (কেএমএম) ‘দিল্লি চলো’ পদযাত্রার নেতৃত্ব দিচ্ছে।
খানৌরিতে সংঘর্ষে এক বিক্ষোভকারী নিহত ও প্রায় ১২ জন পুলিশ কর্মী আহত হওয়ার পর বুধবার কৃষক নেতারা ‘দিল্লি চলো’ পদযাত্রা দু’দিনের জন্য স্থগিত রেখেছিলেন এবং শুক্রবার সন্ধ্যায় তাদের পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেবেন বলেও জানান। বর্তমানে হাজার হাজার কৃষক খানৌরি ও শম্ভুতে ট্র্যাক্টর-ট্রলি ও ট্রাক নিয়ে অবস্থান করছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct