আপনজন ডেস্ক: রাঁচিতে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ডের চতুর্থ টেস্ট। ম্যাচের প্রথম দিনেই দুজন দারুণ দুটি কীর্তি গড়েছেন। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে নির্দিষ্ট একটি দলের বিপক্ষে ১০০০ রান ও ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। আর ইংল্যান্ডের জো রুট ভারতের বিপক্ষে করেছেন তাঁর দশম টেস্ট সেঞ্চুরি, যা এই সংস্করণে ভারতের বিপক্ষে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ। অশ্বিন-রুট আজ প্রতিপক্ষ হলেও সর্বশেষ আইপিএলে ছিলেন সতীর্থ। দুজনই খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে। বিশাখাপট্টনমে সিরিজের দ্বিতীয় টেস্টেই ইংল্যান্ডের বিপক্ষে হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন অশ্বিন। আজ রাঁচি টেস্টের প্রথম দিন জনি বেয়ারস্টোকে এলবিডব্লুর ফাঁদে ফেলে পূরণ করেন শততম উইকেট। যোগ দেন এমন ডাবলের ছোট্ট তালিকায়, যেখানে আছেন গ্যারি সোবার্স-ইয়ান বোথামের মতো কিংবদন্তিরা। সব মিলিয়ে এই তালিকায় আছেন ৭ জন। অশ্বিন, সোবার্স ও বোথাম ছাড়া বাকি ৪ জন জর্জ গিফেন, মন্টি নোবেল, উইলফ্রেড রোডস ও স্টুয়ার্ট ব্রড।
টেস্টে এক প্রতিপক্ষের বিপক্ষে কমপক্ষে ১০০০ রান ও ১০০ উইকেটের তালিকায় দ্বিতীয় দ্রুততম অশ্বিন। এই মাইলফলকে পৌঁছাতে অশ্বিনের লাগল ২৩ টেস্ট। সবচেয়ে দ্রুততম বোথাম এই মাইলফলক ছুঁয়েছিলেন ২২ টেস্টে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অশ্বিন এখন পর্যন্ত ১০৮৫ রান করেছেন, যা তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রায় এক তৃতীয়াংশ (মোট রান ৩৩০৮)। রাজকোটে সিরিজের তৃতীয় টেস্টে ৫০০ উইকেটের মাইলফলকে পৌঁছানো অশ্বিন এ নিয়ে দুটি দলের বিপক্ষে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন। ইংল্যান্ডের আগে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০০ উইকেট নেন। টেস্টে একটি নির্দিষ্ট দলের বিপক্ষে কমপক্ষে ১০০০ রান ও ১০০ উইকেটের তালিকায় প্রথম দুই জন অস্ট্রেলিয়ার গিফেন ও নোবেল। দুজনের ক্ষেত্রেই প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড।
প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েন উইলফ্রেড রোডস। পরে যোগ দেন বোথাম ও স্টুয়ার্ট ব্রড। তিনজনের ক্ষেত্রেই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বাইরে টেস্টে প্রথম ক্রিকেটার হিসেবে হাজার রান ও শত উইকেটের ডাবল স্পর্শ করেন ওয়েস্ট ইন্ডিজের সোবার্স। সর্বকালের অন্যতম সেরা এই অলরাউন্ডারের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। এ তালিকার প্রথম তিনজন গিফেন, নোবেল ও রোডস এখন ওপারের বাসিন্দা।
জো রুটের সেঞ্চুরিতে আজ প্রথম সেশনে ৫ উইকেট হারিয়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। প্রথম দিন শেষ করেছে ৭ উইকেটে ৩০২ রান তুলে। রুট অপরাজিত আছেন ১০৬ রানে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct