আপনজন ডেস্ক: আম আদমি পার্টি কিংবা সমাজবাদী পার্টির সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা সম্পন্ন হওয়ায় স্বস্তি পেয়েছিল ইন্ডিয়া জোট। কিন্তু অস্বস্তি ডেকে আনল পশ্চিমবঙ্গে কংগ্রেস ও তৃণমূলের আসন রফার সম্ভাবনা বাতিল হয়ে যাওয়ায়, তৃণমূল কংগ্রেস পুনরায় জানিয়ে দিয়েছে, তারা পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। সূত্রের খবর, কংগ্রেস পশ্চিমবঙ্গে দুটি আসনে সীমাবদ্ধ না থকে বেশ কয়েকটি আসনের দাবি করেছিল তৃণমূলের কাছে। কিন্তু সেই প্রস্তাবের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে নানা দোলাচলের পরে তৃণমূলের তরফে সেই প্রস্তাব প্রত্যাখ্যানের খবর আসে কংগ্রেসের কাছে। বৃহস্পতিবার ইঙ্গিত মিলেছিল আসন ভাগাভাগির আলোচনা আবার ট্র্যাকে ফিরে এসেছে। কিন্তু তৃণমূল সূত্রগুলি শুক্রবার নিউজ চ্যানেল এনডিটিভিকে জানিয়েছে, পশ্চিমবঙ্গে তারা কংগ্রেসের জন্য বরাদ্দ করতে তৃতীয় আসন খুঁজে পাচ্ছে না। এমনকি দূরবীন দিয়ে দেখেও।
এ বিষয়ে রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, কয়েক সপ্তাহ আগে তৃণমূল চেয়ারপার্সন তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বাংলায় ৪২টি আসনেই লড়ছে তৃণমূল। আমরা আসামের কয়েকটি আসন এবং মেঘালয়ের তুরা লোকসভা আসনেও লড়াইয়ে রয়েছি। এই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
এই জোরালো বিবৃতি ইন্ডিয়া জোটের পাশাপাশি কংগ্রেসের জন্য একটি ধাক্কা হিসাবে আসবে, যারা উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সাথে আসন রফা চুক্তি চূড়ান্ত করেছে। গত কয়েকদিনে দিল্লি, গুজরাট, গোয়া এবং হরিয়ানার জন্য আপের সাথে একটি সমঝোতা কাজ করেছে বলে জানা গেছে।
তবে পশ্চিমবঙ্গে কংগ্রেস ও তৃণমূলের আসন রফা হলে তা ইন্ডিয়া জোটের জন্য একটি বড় মনোবল বাড়িয়ে তুলত। নির্বাচনী দিক থেকেও গুরুত্বপূর্ণ হত। কারণ রাজ্য তৃতীয় সর্বোচ্চ সংখ্যক সাংসদ লোকসভায় পাঠায়।
বৃহস্পতিবারের ইঙ্গিত ছিল যে কংগ্রেস পশ্চিমবঙ্গে আসনের দাবি কমিয়ে পাঁচে নামিয়ে এনেছে এবং সমাজবাদী পার্টি এবং আপের সাথে সাফল্যের পরে তৃণমূল কংগ্রেসের সাথে হ্যাটট্রিক করতে চাইছে। জানা গিয়েছে, সম্ভাব্য চুক্তিকে মধুর করতে কংগ্রেস অসমে তৃণমূলকে দু’টি এবং মেঘালয়ে একটি আসন দিতে রাজি ছিল। কিন্তু তৃণমূল সেই সম্ভাবনার কথা বাতিল করে দিয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct