আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গের সন্দেশখালির অব্যাহত উত্তপ্ত প্রেক্ষাপটে কলকাতা হাইকোর্ট শুক্রবার রাজ্য সরকারকে গত বছর পঞ্চায়েত নির্বাচনের সময় ওই এলাকা থেকে আসা হিংসার অভিযোগের বিশদ বিবরণ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের কৌঁসুলিকে মৌখিকভাবে জানায়, তাঁর স্পষ্ট মনে আছে, পঞ্চায়েত ভোটের সময় সন্দেশখালিতে নির্বাচনী হিংসা সংক্রান্ত একটি মামলা তাদের বেঞ্চে পাঠানো হয়েছিল। রাজ্য সরকারকে মামলার বিশদ বিবরণ বেঞ্চে জমা দিতে বলা হয়েছিল। প্রধান বিচারপতি এই মামলায় আবেদনকারীর বিশদ বিবরণও চেয়েছিলেন। প্রায় ১৫ দিন ধরে উত্তপ্ত সন্দেশখালিতে চলমান উত্তেজনা সংক্রান্ত একটি মামলার শুনানিকালে তিনি এ নির্দেশ দেন। আগামী ২৬ ফেব্রুয়ারি ফের এই মামলার শুনানি হবে এবং ততদিনে রাজ্য সরকারকে সন্দেশখালিতেপঞ্চাযেত নির্বাচনের হিংসার বিবরণ কোর্টে জমা দিতে হবে। এদিকে, শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চে সন্দেশখালিতে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করে আইনজীবীদের একটি সংগঠন। বিচারপতি চন্দ জানান, আবেদনকারীদের আগে অনুমতি চেয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct