আপনজন ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যের রামরি শহরে ব্যাপক বোমাবর্ষণ চালিয়েছে জান্তা বাহিনী। এতে শহরটির একটি সরকারি হাসপাতাল ও একটি বাজার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বেসামরিক ঘরবাড়িও।বুধবার আরাকান আর্মির (এএ) বরাতে এ তথ্য জানিয়েছে ব্যাংকক থেকে পরিচালিত মিয়ানমারের ইংরেজি সংবাদপত্র দ্য ইরাবতী।আরাকান আর্মির দাবি, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকালে রামরি শহরে যুদ্ধবিমান থেকে ৫০০ পাউন্ডের একটি বোমা ফেলে জান্তা বাহিনী। এছাড়াও আরও কয়েকটি বোমা হামলা চালায় তারা, যেগুলো সাম্প্রতিক সময়ে ব্যবহৃত বোমার চেয়ে বেশি ধ্বংসাত্মক। গত ডিসেম্বরের মাঝামাঝি রামরিতে ঘাঁটি গেড়েছিল জান্তা। এর জেরে সেখানে জান্তা সেনাদের সঙ্গে আরাকান আর্মির সংঘাতের সূত্রপাত হয়। তখন থেকে নিয়মিত রামরিতে জল, স্থল ও আকাশপথে হামলা চালিয়ে যাচ্ছে তারা।এদিকে মঙ্গলবার রামরি ছাড়াও রাখাইনের রাজধানী সিত্তেসহ পোনাগিউন, রাথেডং ও বুথিডংয়ের বিভিন্ন শহর ও গ্রামের আবাসিক এলাকায় কামানের গোলা নিক্ষেপ করে জান্তা সেনারা। আরাকান আর্মি জানিয়েছে, পোনাগিউনের আলাল সু শহরের একটি আবাসিক এলাকা পুড়িয়ে দেওয়া হয়েছে।মিয়ানমারের থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের সদস্য আরাকান আর্মি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct