মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বর্ধমান শহরের জেলখানা মোড়ের একটি রাষ্ট্রয়াত্ব ব্যাংক থেকে দু কোটি টাকা গায়েব হওয়ার খবর স্বীকার করেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। ২০২২ সালে এই ঘটনা ঘটলেও এখন জানতে পেরেছে বিশ্ববিদ্যালয় যে তাদের একাউন্ট থেকে দুই কোটি টাকা কেউ জালিয়াতি করে তুলে নিয়েছে। কয়েকদিন আগে ১১ লক্ষ টাকার একটি ফিক্স ডিপোজিট প্রিম্যাচিউর তুলে নেওয়ার চেষ্টা করলে ব্যাংক কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের নজরে আনেন । এতে দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের একজন স্থায়ী অস্থায়ী কর্মী জড়িত আছে তাদেরকে সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শোকজ করে। এরপর বিশ্ববিদ্যালয় বিভিন্ন ব্যাংকে তাদের ফিক্স ডিপোজিট অন্যান্য অ্যাকাউন্টের হিসাব রাখতে গিয়ে বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে খবর নিয়ে জানতে পারে ২০২২ সালে বিশ্ববিদ্যালয় ২ কোটি টাকা ফিক্সড ডিপোজিট প্রি ম্যাচিউর তুলে নেয়া হয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয় অভিযোগ দায়ের করেছে বর্ধমান সদর থানায়। এই দু কোটি টাকা কার একাউন্টে ঢুকেছে এবং এতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড এবং একাউন্ট অফিসারের সই কে জাল করলো, সেই নিয়ে পুলিশের তরফ থেকে এবং বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে তদন্ত শুরু করেছে। বিশ্ববিদ্যালয় তরফ থেকে বলা হয়েছে খুব শীঘ্রই জানানো হবে যে কারা এর সঙ্গে যুক্ত।এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নজরদারির অভাব এবং বিশ্ববিদ্যালয়ের কিছু অসাধু অফিসার জড়িত সন্দেহ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় দু কোটি টাকা গায়েবের খবর চাঞ্চল্য সৃষ্টি করেছে বর্ধমানে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct