নিজস্ব প্রতিবেদক, বাগদা, আপনজন: স্কুলের জমিতে তৈরি সজল ধারা প্রকল্পের কোন রেজ্যুলেশন না করে নিজের প্যাডে তাপস মিত্র নামে এক ব্যক্তিকে বেআইনি নিয়োগ পত্র দিয়েছেন বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেবী মন্ডল এমনি অভিযোগ তুলে সোচ্চার গ্রামের বাসিন্দারা ও বিরোধী দলের লোকেরা। বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েতের মোস্তফাপুর গ্রামের ঘটনা। বাসিন্দাদের অভিযোগ স্কুলের জমিতে সজল ধারা প্রকল্পের কল তৈরি হলেও স্কুলের নির্বাচিত কমিটি এবিষয়ে কিছুই জানেন না। বাসিন্দারা এও অভিযোগ করেন টাকার বিনিষয়ে নিয়োগ করা হয়েছে। পঞ্চায়েত সমিতির সভাপতি তার নিজের প্যাডে এই নিয়োগ দিয়েছে। কোন মিটিং করা হয়নি, ব্লক আধিকারিক সই নেই সেই প্যাডে।মুস্তাফাপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচিত কমিটির সদস্য শ্রীনাথ সাহা বলেন, কোন রকম আলোচনা ছাড়ায় স্কুলের জমিতে সজল ধারা প্রকল্পের কল বসানো হয়েছে যা পরিচালিত হবে পঞ্চায়েত সমিতির দ্বারা এবং এখানে একজন কর্মীকেও নিয়োগ করা হয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতির প্যাডে যা বেআইনি। নিয়োগ করা ওই কর্মীর দাবি গ্রামবাসীরা মিথ্যা অভিযোগ করছেন রাজনীতি করছেন। আমাকে সঠিক ভাবেই নিয়োগ করা হয়েছে। এনিয়ে বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সৌরভ গয়ালি বলেন পঞ্চায়েতে সমিতি কারোর বাপের সম্পত্তি নয়। সঠিক পদ্ধতি না মেনে এখানে একজন কে নিয়োগ করেছে তৃণমূল। যদিও এবিষয়ে নিয়ে বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেবি মন্ডল অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়ম কানুন হয়তো কেউ জানেন না সে কারণেই এই সমস্ত অভিযোগ উঠছে। স্কুলের পড়ুয়াদের বিশুদ্ধ পানীয় জল পান করানোর জন্য সজল ধারা প্রকল্পের নির্মাণ করা হয়েছে। স্কুলের নির্বাচিত কমিটি ও বিডিও কে জানিয়ে এই কাজ করেছি আমরা। এখানে কোন বেআইনি নিয়োগ হয়নি। বিজেপি এখানে রাজনীতি করছে। ওরা উন্নয়ন করে না, উন্নয়নে বাধা দেয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct