মোহাম্মাদ সানাউল্লা, নলহাটি, আপনজন: লোকাল ট্রেনের ভাড়া কমল, স্পেশাল ট্রেনের ভাড়া বলে আর কিছু থাকছে না রেলে। করোনা কাল থেকে লোকাল ট্রেনকে স্পেশাল বলে লোকাল ট্রেনের ভাড়া ১০ টাকা থেকে ৩০ টাকা করা হয়েছিল। যার ফলে সাধারণ মানুষের রেল যাত্রার ক্ষেত্রে বহুবার সমস্যার কথা উঠে এসেছে। অতিরিক্ত ভাড়া দিয়ে সাধারণ মানুষের রেল যাত্রার ক্ষেত্রে যে সমস্যা তৈরী হচ্ছে সেই নিয়ে একাধিকবার সংসদে মুখ খুলে ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দি রায়। একই ভাবে নলহাটি নাগরিক মঞ্চের পক্ষ থেকেও রেল অবরোধ থেকে রেল কর্তৃপক্ষকে ডেপুটেশন দিয়ে আন্দোলনও করেছেন। অবশেষে সাংসদ শতাব্দী রায় এবং নলহাটি নাগরিক মঞ্চের দাবিকে মান্যতা দিয়ে বৃস্পতিবার থেকে পুরোনো ভাড়া লাগু হলো। আজ থেকে আর অতিরিক্ত ভাড়া লাগছে না। এমনটাই রেল কর্তৃপক্ষর তরফ থেকে জানানো হয়েছে।এক যাত্রী জানান নলহাটি থেকে রামপুরহাট স্পেশাল ট্রেনের ভাড়া আমাদেরকে দিতে হতো ৩০ টাকা। সেখানে বাসে লাগে ২০ টাকা। তাই ট্রেনে চাপা ছেঁড়েই দিয়েছিলাম। আজ থেকে আমরা ভীষণ খুশি। আগে যে ভাড়া ছিল ১০ টাকা আজ থেকে সেই ভাড়া পুনরায় চালু হল। নলহাটি নাগরিক মঞ্চের পক্ষ থেকে জানান আজকে তাদের আনন্দের দিন।তাদের দীর্ঘ আন্দোলনের ফল তারা পেয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct