নিজস্ব প্রতিবেদক, গোসাবা, আপনজন: দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানার চার নম্বর আরামপুর এলাকার বড়বাড়ি পাড়া গ্রামের দুই এতিম পড়ুয়ার পড়াশুনার দায়িত্ব গ্রহণ করলো স্বেচ্ছাসেবী সংস্থা ‘মানবতা’। প্রসঙ্গত, পেশায় দিনমজুর সামসুল মোল্লা ২০১৭ সালে টেম্পু গাড়ি ধাক্কায় গুরুতর রকম হয় দীর্ঘ প্রায় পাঁচ বছর ভোগান্তির পর ২০২২ সালে স্ত্রী ও তিন কন্যাকে রেখে মারা যান। তাদের বড় মেয়ে শাহিনা মোল্লা দশম শ্রেণীতে পড়লেও শিক্ষা সচেতনতার অভাবে আজ তার ঠিকানা শ্বশুর বাড়ি। বাকি দুটি সাইমা মোল্লা সপ্তম ও সাইফা মোল্লা প্রথম শ্রেণীতে পড়ে। তাদের মা হামিদা মোল্লার নুন আনতে পান্তা ফুরানোর এই সংসারে অন্য সংস্থানের জন্য যে কঠিন লড়াই করে চলেছে তারপর তাদের পড়াশোনা খরচ চালানো একরকম অসম্ভব হয়ে পড়েছিলো। সংবাদ মানবতার সাধারণ সম্পাদক জুলফিকার আলি পিয়াদা’র কাছে আসে সমাজকর্মী অরভিনা পারভীনের মাধ্যম। তৎক্ষণাৎ মানবতার পক্ষ থেকে সাইমা ও সাইফার পাশে দাঁড়াও সিদ্ধান্ত নেয়া হয়। ২২ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার তাদের হাতে তাদের শিক্ষা সরঞ্জাম পৌঁছে দেয়া হয় মানবতার পক্ষ থেকে ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct