নকীব উদ্দিন গাজী ও আসিফা লস্কর, উস্তি, আপনজন: পরিবেশকে সুন্দর করার লক্ষ্যে রাজ্যের য় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে প্রায় ১৬ লক্ষ টাকা ব্যয়ে মগরাহাট মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের শ্রীচন্দা পঞ্চায়েতে নির্মাণ করা হলো কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের মগরাহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রীচন্দা গ্রাম পঞ্চায়েতে এই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের উদ্বোধন করলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসক সুমিত গুপ্তা। এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা প্রাক্তন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা। উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার মহকুমা শাসক অঞ্জন ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ মুজিবর রহমান মোল্লা, মগরাহাট এক নম্বর ব্লকের যুব সভাপতি ইমরান হোসেন মোল্লা। মূলত আধুনিক পদ্ধতির মাধ্যমে এলাকার সকল বর্জ্যকে নিষ্কাশন করে সার হিসাবে রূপান্তরিত করে সুলভ মূল্যে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া মূল উদ্দেশ্য এর ফলে পরিবেশ সৌন্দর্যায়ন যেমন হবে তেমনি কৃষকরা তাদের নিজেদের জমিতে এই সার ব্যবহার করে লাভবান হবে। ১৬ লক্ষ টাকা ব্যয়ে এই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের নির্মাণ করা হয়েছে। এই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র ের নির্মাণের ফলে মগরাহাট সহ মন্দিরবাজার, মথুরাপুর এলাকা বিভিন্ন বর্জ্য এসে পড়বে এই ব্যবস্থাপনা কেন্দ্রে আধুনিক পদ্ধতির মাধ্যমে জৈবিক এবং কঠিন বর্জ্য নির্ধারণ করা হবে এরপর কঠিন বর্জ্য দিয়ে তৈরি হবে নানা রকম ঘর সাজানোর জিনিসপত্র। এবং জৈবিক বর্জ্য দিয়ে তৈরি হবে জৈব সার। এর ফলে যেমন লাভবান হবে রাজ্য সরকার তেমনি লাভবান হবে গ্রামের মানুষজনেরা। এই ব্যবস্থাপনা নির্মাণ হওয়ার ফলে গ্রামের মানুষদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। উদ্বোধনের পর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা তিনি জানান, আজ মগরাহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্রীচন্দা এলাকায় এই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র চালু হয়েছে এবং আগামী দিনও বেশ কিছু জায়গায় চালু হবে। কঠিন বর্জ্য দিয়ে তৈরি করা হবে স্যার স্যার তৈরি করে বিক্রি করা হবে কৃষকদের। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন ব্লকে ৩২ টি এই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র চালু করা হয়েছে। আমাদের এই জেলায় মধ্যে ৫৩ টি এমনই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র চালু ছিল আজ নতুন করে ৩২ টি চালু হল। রাজ্যজুড়ে এই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রক্রিয়াকে আমরা গুরুত্ব দিচ্ছি। শুধুমাত্র কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নয় তরল বর্জ্য ব্যবস্থাপনার দিকেও আমরা বিশেষ নজর দিয়েছি। প্লাস্টিক মুক্ত পরিবেশ করতে আমরা বদ্ধপরিকর। এলাকায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা হওয়াতে খুশি এলাকার মানুষজনেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct