আপনজন ডেস্ক: ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর প্রতি সংহতি জানাতে মিশরের রাজধানী কায়রোতে একটি দাতব্য ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। মিশরের মিশরীয় উপজাতি ও পরিবার পরিষদের সহযোগিতায় দেশটির সামাজিক সংহতিবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ‘রান ফর গাজা’ শীর্ষক এই ম্যারাথনে অংশ নেয় ১০ হাজারের বেশি দৌড়বিদ।গত ১৬ ফেব্রুয়ারি কায়রো ওয়াদি দিজলায় অনুষ্ঠিত এ ম্যারাথনের প্রধান লক্ষ্য ছিল, অংশগ্রহণকারীদের সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে গাজাবাসীর জন্য অনুদান সংগ্রহ করা এবং খাদ্যভর্তি ৫০টি ট্রাক প্রস্তুত করা। ম্যারাথনটির উদ্বোধন করেন সামাজিক সংহতি মন্ত্রী নেভিন আল-কাব্বাজ। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী ড. আশরাফ সাবহি, পরিবেশমন্ত্রী ড. ইয়াসমিন ফুয়াদ ও জাতীয় মানবাধিকার কাউন্সিলের সভাপতি রাষ্ট্রদূত মুশিরা খাত্তাব।নেভিন আল-কাব্বাজ বলেন, ‘এই ম্যারাথনের মাধ্যমে গাজাবাসীর প্রতি মিশরীয় জনগণের পক্ষ থেকে সংহতির বার্তা জানানো হচ্ছে। ফিলিস্তিন ইস্যুতে মিশর সব সময় সমর্থন দিয়ে আসছে। ফিলিস্তিনের গাজাবাসীর সহযোগিতায় মিশর সরকারের পাঠানো ত্রাণের পরিমাণ দুই লাখ টন পর্যন্ত পৌঁছেছে।তা স্থল, আকাশ বা সমুদ্রপথে সেখানে পৌঁছানো হয়েছে।’এদিকে গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর গাজাবাসীর জন্য সংগৃহীত ত্রাণসামগ্রী মিশর থেকে রাফাহ ক্রসিং দিয়ে গাজায় পাঠানো হচ্ছে। মিশরসহ বিশ্বের প্রায় ৩৭টি দেশ থেকে আসা ত্রাণসামগ্রী পাঠানোর ক্ষেত্রে মিশর রেড ক্রিসেন্ট সোসাইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গাজায় পৌঁছা অনুদানের ৬০ শতাংশ সংস্থাটির মাধ্যমে পাঠানো হচ্ছে।উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ভয়াবহ হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। এ হামলায় গত ১৩৮ দিনে প্রায় ৩০ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে; যাদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct