সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: পশ্চিমবঙ্গের প্রায় জেলার প্রায় ৭৫ শতাংশ মানুষের নির্ভর করে কৃষি কাজের উপরে । বেশির’ভাগ কৃষকদের চাষ আবাদ থেকেই তাদের সংসার চলে এবং কৃষকদের চাষ আবাদ করেই ছেলে মেয়ের পড়াশোনার খরচ জোটে সেই ফসল ভালো ভাবে ফললে কৃষকদের মুখে একটু হাসি ফোটে ! কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে কৃষকদের চোখে কান্না চিন্তায় ভেঙ্গে পড়েছেন তারা। বৃহস্পতিবার সকাল থেকে ঘন্টা খানেক ধরে লাগাতার বৃষ্টি ও ঝড়ো হাওয়া আর এই বৃষ্টিতে এক মুহূর্তে শেষ হয়ে গেল কৃষকদের ফসল বিভিন্ন জেলার পাশাপাশি মুর্শিদাবাদ জেলায় সকাল থেকে মুষলধারে বৃষ্টি নামে আর সেই বৃষ্টিতে মাঠের চাষিদের ফসল নষ্ট হয়ে যায় এই সময় চাষিদের আবাদ হয় গম মসূরী , বেগুন, ভুট্টা ইত্যাদি , অসময়ে বৃষ্টির জন্য চাষিদের অনেক ক্ষতি হয় এবং মনীন্দ্র বিশ্বাস নামের এক মসুরীচাষি জানান এই বৃষ্টিতে যে ক্ষতি হয়েছে ‘অর্ধেক খরচ ও পাওয়া যাবে না এই জমি থেকে ! এবং নষ্ট হয়ে যাওয়া ফসল গুলি আর ফলবে না কি করবে সে ভেবে পাচ্ছে না চিন্তায় ভেঙে পড়েছে সেই চাষি,তিনি আরো বলেন দীর্ঘ ৭২ বছর ধরে এই ভাবেই চাষবাস করে আছি এই বছর এই ভাবে ক্ষতির সম্মুখীন হতে হবে ভাবতে পারিনি। মোঃ আব্দুল মাজিদ সেখ নামের এক গম চাষি বলেন লাভের আশায় গম চাষ করেছিলাম কিন্তু সেই আশায় যে ছায় ফেলে দিবে সেটা ভাবতে পারিনি কয়েক ঘণ্টার উপর বৃষ্টিতে সব লন্ডভন্ড করে দিয়েছে ,এই ফসল থেকে উপার্জিত টাকা দিয়ে সংসার চলে আমাদের,অনেক টাকা খরচ করে গম চাষ করেছিল কিন্তু সেই গম বৃষ্টিতে নষ্ট হয়ে গেলো,এই ভাবে গম পড়ে গেলে আর দানা হবে না গমে এখন সবে শিশ হচ্ছে গমের।এবারের পাটের চাষ করেও ক্ষতি হয়েছে যা খরচ সেই তুলনায় পাট বিক্রি নেই এমন অবস্থা যে পাট কিনবে সেই ক্রেতার দেখা নেই।এই অবস্থায় কিছুটা গম চাষে থেকে টাকা আসার স্বপ্ন দেখেছিলাম সেটাও আর হবে না ।যদি সরকারি ভাবে কিছু সাহায্য পাওয়া যায় তাহলে অনেকই উপকৃত হবে আমাদের মত ক্ষতিগ্রস্ত চাষিরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct