আসিফ রনি, নবগ্রাম, আপনজন: বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের মূল স্রোতে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ, ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল নবগ্রামে।জানা যায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদেরও সাধারণ মানুষের মতো তাদেরও জীবন যাপন আছে, তাঁরাও কোন দিক থেকে পিছিয়ে নেই ,সেই বার্তা দেওয়ার জন্যই আগামী মার্চ মাসের তিন তারিখে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী মুর্শিদাবাদ কমিটির উদ্যোগে জেলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বহরমপুরে। বৃহস্পতিবার তারই অংশ হিসেবে নবগ্রাম ব্লকের ভোলাডাঙ্গা ফুটবল মাঠে প্রতিবন্ধীদের নিয়ে অনুষ্ঠিত হল এই দিনের ক্রীড়া প্রতিযোগিতা। অংশগ্রহণ করেন নবগ্রামের বিভিন্ন প্রান্তের ৪৭ জন প্রতিবন্ধীরা। তাদের পুরস্কৃত করা হয়। এদিন অন্ধ ব্যক্তিদের দৌড়, বিস্কুট প্রতিযোগিতা, হামাগুড়ি সহ ১০ টি ইভেন্টে অংশগ্রহণ করে প্রতিবন্ধী প্রতিযোগিরা। এদিন যারা প্রথম হবে তাঁরা আগামী দিনে জেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানা যায়।এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগ্রাম থানার ভারপ্রাপ্ত ওসি ইন্দ্রনীল মাহন্ত। তিনি বলেন - এটা খুবই ভালো উদ্যোগ। প্রতিবন্ধীরাও এই পৃথিবীর সন্তান, তারাও কোন অংশে কম নয়, এই বার্তা পৌঁছে যাক প্রতিটি কোণে।এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আনন্দিত প্রতিবন্ধী প্রতিযোগীরা। তারা বলেন আমাদের খুবই ভালো লাগছে এমন খেলায় অংশগ্রহণ করতে পেরে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct