আপনজন ডেস্ক: মেজর লিগ সকারের নতুন মৌসুমটা জয় দিয়ে শুরু করেছে ইন্টার মায়ামি। চোট কাটিয়ে লিওনেল মেসিও ফিরেছেন চেনা রূপে। রিয়াল সল্ট লেকের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচে আর্জেন্টাইন তারকা অর্কেস্ট্রার কন্ডাক্টরের মতোই খেলিয়েছেন পুরো দলকে। ২-০ গোলের জয়ে দুটি গোলেই তাঁর অবদান।ওদিকে এএফসি চ্যাম্পিয়নস লিগে সৌদি আরবেরই আল ফায়হার বিপক্ষে আল নাসরের ২-০ গোলের জয়ে আবারও লক্ষ্যভেদ করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।আল নাসরের হয়ে শেষ ৯ ম্যাচে যা দশম গোল পর্তুগিজ তারকার। ৩৯ বছর বয়সকে তুড়ি মেরে খেলে যাচ্ছেন তিনি। আল নাসরের অন্য গোলটি আরেক পর্তুগিজ ওতাভিওর।ম্যাচের ১৭ মিনিটে দলকে এগিয়ে দেওয়ার পর রোনাল্ডো ব্যবধান বাড়ান নির্ধারিত সময়ের ৪ মিনিট আগে। যে জয়ে দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালেও উঠে গেছে আল নাসর। মেসি গত মৌসুমের শেষটা এবং এবারের প্রাক মৌসুমেই চোটে ভুগেছেন। তবে লিগের প্রথম ম্যাচে গতরাতে তাঁকে পাওয়া গেছে স্বরূপে।দলের আক্রমণে নেতৃত্ব দিয়েছেন, সুযোগ তৈরি করেছেন একের পর এক। ম্যাচের ৩৯ মিনিটে তাঁর বাড়ানো বল ধরে রবার্ট টেইলর প্রথম এগিয়ে দিয়েছেন মায়ামিকে। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান ডিয়েগো গোমেস। সেই গোলেও ভূমিকা রয়েছে আর্জেন্টাইন তারকার। দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে উঠেছিল সল্ট লেক।জয় নিশ্চিত করতে তাই আরেকটা গোল ভীষণ প্রয়োজন ছিল মায়ামির। মেসি তাই প্রয়োজনে নিচে নেমে বলের জোগান দিচ্ছিলেন। তাঁর বাড়ানো তেমনি একটি বল লুই সুয়ারেস ঠেলেন গোমেসকে। প্যারাগুইয়ান তারকা সুযোগ নষ্ট করেননি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct