আপনজন ডেস্ক: বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আইপিএস অফিসারকে ‘খালিস্তানি’ কটাক্ষের প্রতিবাদে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কাছে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা। শিখ আইপিএস অফিসার জসপ্রীত সিং দাবি করেছেন, মঙ্গলবার সন্দেশখালিতে যাওয়ার পথে পুলিশ যখন শুভেন্দু অধিকারীকে থামিয়ে দেয় তখন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর বিরুদ্ধে ‘খালিস্তানি’ শব্দটি ব্যবহার করেছিলেন। বিজেপি নেতা অবশ্য এমন কোনও মন্তব্য করার কথা অস্বীকার করলেও বিষয়টি চরম আকার ধারণ করে। শুভেন্দু অধিকারী যেভাবে আইপিএস অফিসারের বিরুদ্ধে খালিস্তানি শব্দটি ব্যবহার করেছেন, তা অপমানজনক। সি ভি আনন্দ বোসের সঙ্গে বৈঠকের পর রাজভবনের কাছে সাংবাদিকদের সংগঠনের এক মুখপাত্র বলেন, শিখ সম্প্রদায়ের প্রত্যেক সদস্যের ভাবাবেগে আঘাত লেগেছে। কলকাতার সাত গুরুদ্বারের সদস্যদের প্রতিনিধিত্বকারী ওই মুখপাত্র বলেন, পাগড়ি পরার কারণে জসপ্রীত সিংকে ‘খালিস্তানি’ বলা যায় না। পাগড়ির গুরুত্ব ও পবিত্রতার কথা উল্লেখ করে তিনি বলেন, সম্প্রদায়ের যে কোনও পাগড়ি পরা সদস্যকে অপমান করা শিখ গুরুদের অপমান করার সমান। মুখপাত্রের কথায়, দেশের শিখরা এটা মেনে নেবে না। তিনি বলেন, বৈঠকে আনন্দ বোস জাতি গঠন, স্বাধীনতা সংগ্রাম, সীমান্ত রক্ষা প্রতিটি ক্ষেত্রে শিখ সম্প্রদায়ের মহান অবদানের কথা উল্লেখ করেন। রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে আনন্দ বোসকে অনুরোধ করা হয়েছিল, কর্তব্যরত শিখ আইপিএস অফিসারকে অপমান করা এবং সম্প্রদায়ের অভিযোগের যথাযথ সমাধান করার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখতে। শিখ প্রতিনিধি দলের রাজভবন সফরের পর সংবাদমাধ্যমের সঙ্গে দেখা করেননি রাজ্যপাল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct