আপনজন ডেস্ক: বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) দুই প্রাণীকে একসঙ্গে রাখার সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে এবং সিংহীর নাম পরিবর্তনের দাবিতে বৃহস্পতিবার শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে রাখা সিংহের নাম ‘আকবর’ এবং সিংহীর নাম পরিবর্তনের দাবি জানানোর জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত রাজ্য সরকারের আইনজীবীর কাছে জানতে চায়, হিন্দু দেবতার নামে নিজের পোষ্যের নাম রাখবেন নাকি মুসলিম নবীর নামে রাখবেন? আপনি কি নিজের পোষ্যের নাম কোনও হিন্দু দেবতা বা মুসলিম নবীর নামে রাখবেন? জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, “আমরা কেউ কি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে কোনও প্রাণীর নামকরণের কথা ভাবতে পারি? রাজ্য সরকার আদালতকে জানায়, ২০১৬ ও ২০১৮ সালে ত্রিপুরা চিড়িয়াখানা কর্তৃপক্ষই সিংহ দুটির নামকরণ করেছিল, তারা নয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct