আপনজন ডেস্ক: উত্তর দিনাজপুরের চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনাগজ গ্রামে বিএসএফের খোঁড়া গর্তে পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল চার জন শিশুর। তাই নিয়ে বিএসএফের গাফিলতির বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিএসএফকে দুষে সোশ্যাল পোস্টও করা হয়। সেই মৃত চার শিশুর পরিবার প্রতি দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, প্রতিটি শিশুর পরিবারকে দু’লক্ষ টাকা করে দেওয়া হবে। নবান্ন ষূত্রে জানা গেছে, বৃহস্পতিবার এ বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের এই সংক্রান্ত নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই মর্মান্তিক মৃত্যুর পর মুখ্যমন্ত্রীর নির্দেশে মৃত শিশুদের পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, গোলাম রব্বানিেএবং চোপড়ার বিধায়ক হামিদুর রহমান, ইসলামপুর পুরসভার পুরপ্রধান কানাইলাল আগরওয়ালও। এর পর গত ২০ ফেব্রুয়ারি চোপড়ায় যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি এক লক্ষ টাকা করে পরিবার প্রতি সাহায্যের আশ্বাস দিয়েছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct