আপনজন ডেস্ক: পঞ্জাব ও হরিয়ানার মধ্যে আন্তঃরাজ্য সীমান্তের পরিস্থিতি নিয়ে আলোচনার পর, যেখানে হাজার হাজার কৃষক এক সপ্তাহেরও বেশি সময় ধরে শিবির করে রয়েছেন, কৃষক সংগঠনগুলির একটি সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা (এসকেএম) বৃহস্পতিবার ১৪ মার্চ দিল্লিতে ‘মহাপঞ্চায়েত’ সহ একাধিক প্রতিবাদের ঘোষণা করেছে। একদিন আগে কৃষক আন্দোলনের সময় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এবং স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের এবং মৃতদের ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে তারা। ভারতীয় কিষাণ ইউনিয়ন (বিকেইউ) নেতা রাকেশ টিকাইত গত শুক্রবার সংযুক্ত কিষাণ ইউনিয়নের (বিকেইউ) সমন্বয় কমিটির বৈঠকের পরে সংবাদমাধ্যমকে বলেন, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) গ্যারান্টিযুক্ত আইন সহ তাদের দাবি বাস্তবায়ন না করার জন্য সারা দেশে একটি ‘কালো দিবস’ পালন করা হবে। টিকাইত বলেন, আমরা হরিয়ানার মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২০ ধারায় খুনের মামলা দায়ের করার দাবি জানাচ্ছি এবং এক বিক্ষোভকারীর মৃত্যুর বিচারিক তদন্ত করার দাবি জানাচ্ছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct