এম মেহেদী সানি, বনগাঁ, আপনজন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভারত-বাংলাদেশের পেট্রাপোল-বেনাপোল সীমান্তের নোম্যান্সল্যান্ডে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানালেন দুই দেশের প্রতিনিধিরা । ভারতীয় প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্যসচেতক নির্মল ঘোষ, উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়ক নারায়ণ গোস্বামী, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, প্রাক্তন এমপি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ ও অন্যরা। অন্যদিকে, বাংলাদেশের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, শেখ আফিল উদ্দিন এমপি, উপজেলা চেয়ারম্যান ও শার্শা উপজেলা আওয়ামি লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু, বেনাপোল পুরসভার মেয়র মুহাম্মদ নাসির উদ্দিন, শার্শা উপজেলা আওয়ামি লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহিম খলিল ও অন্যরা । যৌথভাবে ওই কর্মসূচি শেষে উভয় দেশের নেতারা নিজ নিজ এলাকায় ফিরে যান। পেট্রাপোল সীমান্ত গেট থেকে কিছুটা দূরে বনগাঁ পুরসভা, বনগাঁ পঞ্চায়েত সমিতি, ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত এবং ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতির উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় । সেখানে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জগতের মানুষজন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, ‘আমরা যারা বাঙালি, আমাদের মধ্যে সংস্কৃতির কোনো পার্থক্য নেই । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সঙ্গীত হিসেবে যাকে ঘোষণা করেছেন, সেই ভাষায় বলতে হয়, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল । পুণ্য হউক পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান ।’ মুখ্যসচেতক নির্মল ঘোষ, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, প্রাক্তন এমপি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা এ দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ভাষা আন্দোলন এবং ভাষা শহীদদের ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন ৷ বনগাঁ পুরসভার চেয়ারম্যান ও প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ বলেন, ‘দুই বাংলা । ওপারের বঙ্গ জননী শেখ হাসিনা, এপারের বঙ্গ জননী মমতা বন্দ্যোপাধ্যায় । দুই দেশের মেলবন্ধন ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct