নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: পূর্ব সিকিমে বুধবার ভারী তুষার পাত হয়। আটকে পড়েছেন রাজ্যের অনেক পর্যটক। উদ্ধারে সেনা নেমেছে। পূর্ব সিকিমে আকস্মিক তুষারপাত, ত্রিশক্তি কোর ভারতীয় সেনাবাহিনীর দ্বারা আনুমানিক ৫০০ জন আটকে পড়া পর্যটককে উদ্ধার করা হয়েছে।বুধবার সকালে আকস্মিক প্রবল তুষারপাতের কারণে,পূর্ব সিকিমের নাথুলাতে ৫০০ বেশি পর্যটক সহ আনুমানিক ১৭৫ টি যানবাহন আটকে পড়ে ।ত্রিশক্তি কোরের সৈন্যরা যখন শূন্যের নিচের তাপমাত্রায় গোটা নথুলা সাদা চাদরে মোড়া ঠিক সেই সময় ভারতীয় জওয়ানরা আটকে পড়া পর্যটকদের উদ্ধার ও সহায়তা দিতে ছুটে যায়। পর্যটকদের নিরাপদে স্থানে পৌঁছাতে সহায়তা করা ও প্রম্পট মেডিকেয়ার , গরম জলখাবার/খাবার এবং নিরাপদ পরিবহন সময়মত সরবরাহ করে। ত্রিশক্তি কোরের , ভারতীয় সেনাবাহিনী সিকিমের সীমান্ত পাহারা দেওয়ার সময়, স্থানীয় প্রশাসন এবং জনগণকে সহায়তা করার জন্য সর্বদা প্রস্তুত থাকে।পশ্চিমী ঝঞ্ঝার দরুন জম্মু কাশ্মীরের পাশাপাশি সিকিমে বুধবার থেকে তুষারপাত শুরু হয়েছে। এদিকে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে উত্তরপ্রদেশের উত্তর পশ্চিম দিকে এই পশ্চিমী ঝঞ্ঝার দরুন যে আবহাওয়া পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তাতে বুধ ও বৃহস্পতিবার বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকবে। সেই সঙ্গে বৃষ্টিপাত শুরু হবে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ উভয়ে এলাকাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বিশেষ করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে। এর দরুন সর্ষের ক্ষতি হতে পারে বলে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে। একইসঙ্গে বৃহস্পতিবার ঝড়ো হাওয়া বস্ত্রবিদ্য বৃষ্টি পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বস্ত্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝড়ের সময় জনসাধারণকে সাবধানতা অবলম্বন করতে খোলা আকাশের নিচে না থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়াবিদরা মনে করছেন পশ্চিমী ঝঞ্ঝার দরুন এই দুর্যোগ রবিবারের মধ্যে কেটে যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct