মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: সেহারা বাজার রহমানিয়া আল আমিন মিশনে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এর সঙ্গে রহমানিয়া আলামিন মিশনের শিশু বিভাগ নতুন রূপে নতুন সাজে উদ্বোধন করা হল। সেহারা বাজার রহমানিয়া আল আমিন মিশনের সম্পাদক হাজী কুতুব উদ্দিন তাবলীগ জামাতের কারণে হায়দ্রাবাদ থেকে সবার জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তিনি বলছেন শুধু তাদের মিশনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীসহ রাজ্যের সমস্ত ছাত্র-ছাত্রীদের পরীক্ষা ভালো হোক এই কামনা করছেন । এর সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানের ও নতুন রূপে নূরানী শিশু শিক্ষা কেন্দ্রের পথ চলাকে শুভেচ্ছা জানিয়েছেন। রহমানিয়া মিশন ক্যাম্পাসের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক জাতীয় শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত, উপস্থিত ছিলেন খণ্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগ, বিশিষ্ট সাংবাদিক জগন্নাথ ভৌমিক, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সইফুদ্দিন চৌধুরী , সেহারাবাজার রহমানিয়া আল আমিন মিশন এর সভাপতি হাজী বদরুল আলম। মাদ্রাসা দারুল উলুমের কার্যকরী সম্পাদক হাজী আসরফ আলি , সেহারা বাজার রহমানিয়া আল আমিন মিশনের প্রধান শিক্ষক মোঃ সেলিম। রহমানিয়া আল আমিন মিশনের শিশু বিভাগ নূরানীর কচিকাঁচারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে তাদের শিক্ষিকা পারভীনা চৌধুরী নেতৃত্বে গীতি আলেখ্য পরিবেশন করেন। মাতৃভাষা কতটা গুরুত্বপূর্ণ এবং মাতৃভাষার জন্য সালাম ,বরকত, রফিকরা কতটা অবদান রেখেছেন তা গীতি আলোকের মধ্যে প্রকাশ করেন। জাতীয় শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত বলেন ভাষার কদর করতে হবে এই ভাষার কদর না করার কারণে আন্তর্জাতিক ক্ষেত্রে বহু ভাষা বিলুপ্ত হয়ে গেছে।খণ্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগ সেহারা বাজার রহমানিয়া আল আমিন মিশন এর বহুমুখী কর্মকাণ্ডের প্রশংসা করেন ।নূরানী শিশু শিক্ষা কেন্দ্রের প্রিন্সিপাল মুন্সী নজরুল ইসলাম,মিশনের এডমিনিস্ট্রেটর মোল্লা মিনহাজ উদ্দিন ,আল মদিনা জামে মসজিদের ইমাম মৌলানা মফিজ অনুষ্ঠান সাফল্য মন্ডিত করতে বিশেষ ভূমিকা পালন করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct