সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ, বীরভূম, আপনজন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দ্যোগে রাজ্যব্যাপী ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের কর্মসূচি গ্রহণ করা হয়। সেই উপলক্ষ্যে রামপুরহাট মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় জিতেন্দ্রলাল পৌর মন্দির প্রাঙ্গণে সকালে একটি মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এছাড়া সন্ধ্যায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই ভাষা আন্দোলনে শহীদদের প্রতি পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।সেইসাথে কথা ও গানের মাধ্যমে অমর একুশে ফেব্রুয়ারিকে স্মরণ করা হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য অনুষ্ঠানসূচী অনেক কাটছাঁট করেই জেলা ব্যাপী সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনটি মহাসমারোহে পালিত হয়।সেরূপ বীরভূমের ইলামবাজার প্রত্যাশা তোমার আমার সবার’ নামক স্বেচ্ছাসেবী সংস্থার ব্যবস্থাপনায় স্থানীয় একটি বেসরকারি অনুষ্ঠান ভবনের মধ্যে সপ্ত প্রদীপ জ্বালিয়ে সংগঠনের সপ্তম বর্ষে পদার্পণকে স্মরণীয় করে রাখতে মেগা রক্তদান শিবিরের সূচনা করেন। আয়োজক সংস্থার পক্ষ থেকে সভাপতি আব্দুল খালেক মল্লিক জানান তাদের সংস্থা ২০১৮ সালের একুশে ফেব্রুয়ারি পথ চলা শুরু। সংগঠনের অন্যান্য কর্মসূচির মধ্যে দুঃস্থ ছাত্র-ছাত্রীদের সহযোগিতা, আদিবাসী ও প্রান্তিক পরিবারের শিশুদের নানাবিধ শিক্ষা উপকরণ জোগান দেওয়া, শিশু মনের সাংস্কৃতিক চেতনা বৃদ্ধির জন্য বিশেষ কর্মসূচি, মেধা সম্মান ও সামাজিক সম্মাননা প্রদানের মাধ্যমে কৃতি ছাত্র-ছাত্রী ও সমাজের গুণীজনদের উৎসাহ প্রদান করা হয়। থ্যালাসেমিয়া শিশু ও প্রসূতি মায়েদের রক্তের জোগান ঠিক রাখতে রক্তদান শিবির আয়োজিত হয়।উল্লেখ্য কোভিডের সময় টানা দুই বছর ধরে বিনামূল্যে খাদ্য সামগ্রী, ঔষধ, অক্সিজেন সরবরাহ করা হয়ে ছিল বলে জানা যায়। আজকের এই বিশেষ দিনকে সামনে রেখেই সংগঠনের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন। যেখানে পুরুষ মহিলা মিলিয়ে মোট ৮৭ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। রক্ত সংগ্রহ করে বোলপুর মহকুমার ব্লাড ব্যাংক। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য রক্তদান আন্দোলনের প্রাণ পুরুষ কবি ঘোষ,বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স এ্যাসোসিয়েশন এর জেলা সম্পাদক নুরুল হক,রাজেশ পালিত,মৃত্যুঞ্জয় সামন্ত, বীরভূম জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী, রঞ্জিত মুখার্জি, সুকুমার সাহা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct