আপনজন ডেস্ক: যুদ্ধের বিরোধীতা করে গত বছর হেলিকপ্টার নিয়ে ইউক্রেনে পালিয়ে গিয়েছিলেন রাশিয়ার এক পাইলট। গত সপ্তাহে স্পেনের ভূগর্ভস্থ একটি গ্যারেজে তার মরদেহ পাওয়া গেছে। তার দেহ গুলিবিদ্ধ ছিল বলে ইউক্রেন ও স্পেনের গণমাধ্যম জানিয়েছে।সোমবার (১৯ ফেব্রুয়ারি) স্পেনের সরকারি বার্তা সংস্থা ইএফই বলছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় আলিসান্তের কাছে ভিয়াহোইয়োসা শহরে ১৩ ফেব্রুয়ারি ওই পাইলটের মরদেহ খুঁজে পাওয়া যায়। তার নাম ম্যাক্সিম কুজমিনভ। এমআই-৮ হেলিকপ্টারে উড়ে গিয়ে গত বছর অগাস্টে তিনি ইউক্রেনে নেমেছিলেন। আলাদা নাম নিয়ে ইউক্রেনের পাসপোর্টে কুজমিনভ স্পেনে বাস করছিলেন।ইউক্রেনের সেনা গোয়েন্দা সংস্থা জিইউআর-এর মুখপাত্র স্পেনে কুজমিনভের মৃত্যু হওয়ার খবর নিশ্চিত করে জানিয়েছেন। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে নির্দিষ্ট কিছু জানাননি। স্পেনের পুলিশ বলেছে, গুলিবিদ্ধ একজনের মরদেহ তারা খুঁজে পেয়েছে। তবে নিহতের পরিচয় জানায়নি তারা। স্পেনের গুয়ারদিয়া সিভিল পুলিশ বাহিনীর এক সূত্র বলেছে, নিহত ব্যক্তি মিথ্যা পরিচয় দিয়ে বসবাস করে আসছিলেন। স্পেনের লা ইনফরমেসিয়ন পত্রিকা বলছে, গুলির ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে খুঁজছে পুলিশ। ওই হামলাকারীরা একটি গাড়িতে চড়ে পালিয়ে গিয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct