দেবাশীষ পাল, মালদা, আপনজন: মালদহে এবার পরিযায়ী শ্রমিক হিসেবে মৃত্যু হল পঞ্চায়েত সদস্যার ছেলের। এলাকায় শোকের ছায়া। পঞ্চায়েত সদস্যার ছেলেকে পেটের তাগিদে কাজ করতে যেতে হল ভিন রাজ্যে। পরিবারের সূত্রে জানা গেছে মৃত পরিযায়ী শ্রমিক স্নাতক পর্যন্ত পড়াশোনা করে কাজ না পেয়ে ভিন রাজ্যে যেতে হল। শুধু তাই নয় তাদের থাকার ভিটেমাটি পর্যন্ত নেই। অন্যের জমিতে কামাত বাড়ি করে থাকেন। মালদার মানিকচক ব্লকের চৌকি তরতাজা যুবক শেখ সাফি আলম (২২) সংসার চালানোর জন্য ভিন রাজ্যে কাজে পাড়ি দেন। পরিবার সূত্রে জানা গেছে বিহারের পাটনায় টাওয়ারের কাজে গিয়েছিল। সেখানে কর্মরত অবস্থায় টাওয়ার থেকে পড়ে মারা যায়। সপ্তাহখানেক আগেই বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে পাটনা গিয়েছিল।সপ্তাহ শেষে নিথর মৃতদেহ ফিরলো গ্রামে। মৃত পরিযায়ী শ্রমিক শেখ সাফি আলমের বাবা শেখ ইস্রাফিল একজন শ্রমিক। বয়সের ভারে কাজ করতে পারেন না। মা রুনা বিবি এবার কংগ্রেসের প্রতীকে চৌকি মিরদাতপুর অঞ্চলের সালাবাতগঞ্জ এলাকা থেকে গ্রাম পঞ্চায়েত সদ্যসা হিসাবে জয়ী হয়েছেন। বাড়িতে রয়েছে বাবা, মা একভাই ও বোন। এত বড় সংসার চলবে কি করে। এই কথা ভেবে সংসারে বোঝা টানার জন্যই চলে যায় টাওয়ারের কাজে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct