মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: রাজ্যে প্রথম খন্ডঘোষে কৃষ্ণপুর কুকুড়াতে নীলাচল রাইস মিল দূষণ নিয়ন্ত্রনে রাজ্যের প্রথম জল পরিশোধন প্রকল্প তৈরি করে সাড়া জাগালো। রাইস মিলে চাল তৈরির জন্য অনেক দূষিত জল জমতো যেই জল পার্শ্ববর্তী জমিও এলাকাকে দূষণ করে পরিবেশের বারোটা বাজিয়ে দিত। এই রাইস মিলের দূষিত জলকে পরিশুদ্ধ করে কাজে লাগিয়ে এক দৃষ্টান্ত স্থাপন করল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ এলাকার কুকুরা এলাকার নীলাচল রাইস মিল। বিশিষ্ট শিল্পদ্যোগী আব্দুল মালেক তার পুত্র আব্দুল আজিজ আল আমান এবং তার পাটনার সুজয় কোনার মিলে দেশের মধ্যে দূষণ নিয়ন্ত্রণে বিরল প্লান জল পরিশোধন তৈরি করে পথ দেখালো। সাধারণ মানুষের দীর্ঘদিন ধরে রাইস মিলের ছাই ও রাইস মিলের দূষিত জল সাধারণ মানুষের জীবনকে ওষ্ঠাগত করে তুলেছিল। সেই সমস্যার সমাধানে খড়্গপুরের আইআইটির প্রফেসর ডক্টর শীর্ষেন্দু দে, তার চিন্তা ভাবনা ও সাহায্য সহযোগিতায় খণ্ডঘোষে নীলাচল রাইস মিল এই প্লান্ট তৈরি করেছে। চল্লিশ লক্ষ টাকা পেয়ে এটি নির্মিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পরিবেশ দপ্তরের মন্ত্রী মোহাম্মদ গোলাম রব্বানী, পলিউশন কন্ট্রোল বোর্ডের মেম্বার সেক্রেটারি রাজেশ কুমার আইপিএস, পশ্চিমবঙ্গ পলিউশন কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান কল্যাণ রুদ্র, পূর্ব বর্ধমানের জেলাশাসক বিধানচন্দ্র রায়, পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আমনদীপ ,খন্ড ঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগ সহ বহু বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct