অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হলো হিলির আন্তর্জাতিক শূন্যরেখায়। এপার বাংলা ওপার বাংলা, দুই বাংলার বাংলাভাষায় কথা বলা মানুষের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান এবং বাংলা ভাষার মহান ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরবার জন্য সীমান্তের শূন্যরেখায় অমর একুশে শহীদদের স্মৃতি উদ্দেশ্যে শুভেচ্ছা এবং পুষ্পস্তবক বিনিময় করা হয়। বুধবার সকালে হিলি সীমান্তে দুই বাংলার মানুষের ভাষা প্রেমী ও সংস্কৃতি প্রেমী মানুষের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়েছিল। উপস্থিত ছিলেন, ভারতের পক্ষে উজ্জীবন সোসাইটি’র সম্পাদক সূরজ দাশ, মেঘালয় তুরা কমিটি’র আহ্বায়ক নবকুমার দাস, প্রাক্তন শিক্ষক হরিপদ সাহা, সমাজসেবী সংগঠনের সম্পাদক সাইফুল আলম রানা। ওপার বাংলার পক্ষে উপস্থিত ছিলেন জামিল হোসেন, পৌর মেয়র, হাকিমপুর পৌরসভা, জাহিদুল ইসলাম, সম্পাদক সাপ্তাহিক আলোকিত সীমান্ত, মো. লিয়াকত আলী কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, শাহিনুর রেজা, ভাইস চেয়ারম্যান, হাকিমপুর সহ আরো অনেকে। এদিনের ভাষা দিবসের অনুষ্ঠানের সূচনায় ভারতীয় প্রতিনিধি ও বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে পুস্পস্তবক বিনিময়, শহীদদের স্মৃতিতে শহীদ স্মৃতি স্মারক বিনিময় হয় শূন্যরেখায়। এছাড়াও ভাষা শহীদদের স্মরণে একটি বর্ণাঢ্য রালি হিলি শহর পরিক্রমা করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct