সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: ২৯ শে জানুয়ারি ২০১৯, মুর্শিদাবাদের রাণীনগর থানার চর সরন্দাজপুর এলাকায় ১৩ বছরের এক নাবালিকা মাঠে বাবাকে খাবার দিয়ে ফেরার পথে তাকে গনধর্ষণ করে খুন করা হয়। অনেক খোঁজাখুঁজির পর পরদিন ওই নাবালিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় একটি সর্ষের জমি থেকে। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠায়। সেই ঘটনায় মৃত নাবালিকার বাবা রানীনগর থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে রানীনগর থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করে। দুজনের বয়স ১৮ বছরের কম হাওয়ায় তাদের জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হয়, বর্তমানের তারা হোমে রয়েছে। ওই দুই নাবালকের মামলার ট্রায়াল হয়নি। অন্যদিকে মূল অভিযুক্ত রাজু শেখ (২৩), ঘটনার সময় তার বয়স ছিল ১৯ বছর, তাই তার বিরুদ্ধে মামলা শুরু করে পুলিশ। ২৭ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুন অভিযোগ, ২০১ ধারায় প্রমাণ লোপাটের অভিযোগ, ৩৭৬-ডি ধারা গণধর্ষণের অভিযোগ, ৬ নম্বর পক্স আইনে নাবালিকা ধর্ষণের অভিযোগে মঙ্গলবার অভিযুক্ত রাজু শেখ কে দোষী সাব্যস্ত করে লালবাগ মহকুমা আদালত। আসামি রাজু শেখ কে ২১ শে ফেব্রুয়ারি ২০২৪, বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক দীপ্ত ঘোষ আজীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। নাবালিকার মৃতদেহের পাশ থেকে একটি বিড়ির টুকরো উদ্ধার হয়। যে বিড়ি ওই এলাকাতে কেবলমাত্র একজনই খেতো। সেই সূত্র ধরে পুলিশ এক অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করে, পরবর্তীতে তার স্বীকারোক্তিতে বাকিদের গ্রেপ্তার করে তদন্তে এগিয়ে যায় পুলিশ। সেই আসামির আজীবন কারাবাসের নির্দেশ দিলো আদালত।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct