সামজিদা খাতুন, বেলডাঙা, আপনজন: বাংলা, বাঙালি , বাংলা ভাষা - এক অদ্ভুত ভাবাবেগ! আর এই বাংলা ভাষাকে মাতৃভাষার স্বীকৃতি দিতে ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের কথা কারো অজানা নয়। রফিক, জব্বার,বরকত, সালাম সহ শত শত তরুন তাজা প্রাণের রক্ত বিনিময়, এক রক্তাক্ত ইতিহাস। আর এর বিনিময়ে ১৯৯৯ সালে ভাষা ও সংস্কৃতি দপ্তরের ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা ভীষণ হৃদয় গ্রাহী। তাই ‘একুশ ‘ অমর একুশ। বাঙালি হিসাবে ঐতিহ্য, পরম্পরায় স্মরণ করা উচিত। তারই এক অনবদ্য প্রয়াস চালিয়ে যাচ্ছে দেবকুডা সেখ আব্দুর রাজ্জাক মেমোরিয়াল গার্লস হাই মাদ্রাসা উঃ মাঃ; যার প্রধান শিক্ষিকা হলেন মুর্শিদা খাতুন। আজ ও তার ব্যতিক্রম হয়নি। একুশ যেন প্রানবন্ত হয়ে উঠেছিল আজকের মঞ্চে। প্রধান শিক্ষিকা মহাশয়া নিজ চেষ্টায় শুধু সারা বাংলা নয়, সুদূর বাংলাদেশের বহুগুনীজনদের তুলে এনে ছিলেন। আজকের বিশেষ অতিথির পদ অলংকৃত করেছেন, তথ্য চিত্র নির্মাতা, লেখক ও গবেষক সৌমিত্র দস্তিদার, ইতিহাসবেত্তা , লেখক ও চিন্তাবিদ খাজিম আহমেদ । এছাড়াও ছিলেন বহু গুণীজন- প্রাক্তন অধ্যক্ষ বেলডাঙ্গা এস আর এফ কলেজ সনত কর, অবসরপ্রাপ্ত প্রাপ্ত প্রধান শিক্ষক সবুর আলি, ও আনোয়ারুল হক প্রমুখ।বিদ্যালয় পরিচালন সমিতির সদস্যবৃন্দ ও উপস্থিত ছিলেন; আজকের শহীদ স্মরণ মঞ্চ কে সাফল্য মন্ডিত করতে। এছাড়াও বহু প্রধান শিক্ষক ওসহ শিক্ষক, সমাজ সেবী,ব্যবসায়ী ব্যক্তিত্ব মঞ্চ কে প্রানোজ্জ্বল করে তুলে ছিল। সেই বীর শহীদদের স্মরণে শহীদ বেদীতে মাল্যদান ছাড়াও গুনীজন সম্বর্ধনা, আলোচনা সভা ওকৃতি ছাত্রী সম্বর্ধনার আয়োজন করা হয়েছিল। আয়োজনে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।সারা ফেব্রুয়ারি মাস ধরে সমস্ত শিক্ষিকা, শিক্ষক দের আপ্রাণ চেষ্টায় কবিতা আবৃত্তি থেকে শ্রুতি লিখন,এরূপ প্রায় কুড়ি টি বিষয় ভিত্তিক প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও কৃতিদের পুরস্কৃত করা হয় এই মঞ্চ থেকে।আর ২০২৩ শিক্ষাবর্ষের কৃতীরা তো ছিলই।এ যে এক অন্য জগত। ভাষা ও সংস্কৃতি কে সম্মান জানাতে এর থেকে ভালো প্রয়াস আর হতে পারে না। সৌমিত্র দস্তিদার, খাজিম আহমেদ, সনত কর, সুদূর বাংলাদেশের একগুচ্ছ অতিথি, ফরাক্কা থেকে আগত অতিথিদের ও বিশ্বজিৎ বাবুর মতো অতিথি ওঅন্যান্য দের আন্তরিক সড়যোগীতায় আজকের মঞ্চ সফল হয়েছে বলে প্রধান শিক্ষিকা, সহকারী প্রধান শিক্ষিকা, সহশিক্ষিকা বৃন্দ প্রত্যেকের নিকট কৃতজ্ঞ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct