আপনজন ডেস্ক: টানা দুই হারের ধাক্কা সামলে লা লিগায় লাস পালমাসের বিপক্ষে জয়ে ফেরে অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে ছন্দ ধরে রাখতে পারলো না লস রোজিব্লাঙ্কোরা। চ্যাম্পিয়নস লীগে পরের ম্যাচে হারলো ইন্টার মিলানের কাছে। মঙ্গলবার রাতে সান সিরোয় শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলে পরাস্ত হয় অ্যাটলেটিকো। আক্রমণ ও পাল্টা আক্রমণের ম্যাচে ৭৯তম মিনিটে এগিয়ে যায় ইন্টার মিলান। রেইনিলদো এবং রদ্রিগো ডি পলের ভুল বোঝাবুঝিতে বল পেয়ে যান মার্কো অরনোতোভিচ। গোলরক্ষককে একা পাওয়ার সুযোগ কাজে লাগিয়ে ইন্টারকে এগিয়ে নেন এই অস্ট্রিয়ান ফরোয়ার্ড। আগামী ১৩ই মার্চ সিভিতাস মেত্রোপলিতান স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লীগ শেষ ষোলোর দ্বিতীয় লেগে ইন্টার মিলানকে আতিথ্য দেবে অ্যাটলেটিকো মাদ্রিদ। রাতের অন্য ম্যাচে বুরুশিয়া ডর্টমুন্ডকে ১-১ গোলে রুখে দেয় পিএসভি এন্ধোভেন। নেদারল্যান্ডসের ফিলিপস স্টেডিয়ামে ম্যাচের ২৪তম মিনিটে ডাচ্ মিডফিল্ডার ডনইয়েল মালেনের গোলে এগিয়ে যায় ডর্টমুন্ড।৫৬তম মিনিটে সফল স্পটকিকে পিএসভিকে সমতায় ফেরান ডাচ্ ফরোয়ার্ড লুক ডি ইয়ং। আগামী ১৩ই মার্চ দ্বিতীয় লেগের ম্যাচে পিএসভিকে আতিথ্য দেবে ডর্টমুন্ড।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct