আপনজন ডেস্ক: কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি বুধবার বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের বিরুদ্ধে দলিত ও অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি না করার অভিযোগ করেছেন, যা “জনসংখ্যার ৯০ শতাংশ” এবং তার ‘রামরাজ্যে’ তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে।তিনি বলেন, এ কেমন রামরাজ্য যেখানে পিছিয়ে পড়া শ্রেণি, দলিত, আদিবাসী ও সংখ্যালঘুরা, যারা মোট জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ, তারা চাকরি পাচ্ছেন না,” কানপুরের ঘন্টাঘর মোড়ে এক জনসভায় বলেন রাহুল। তিনি বলেন, “দেশের জনসংখ্যার পঞ্চাশ শতাংশ অনগ্রসর শ্রেণির, ১৫ শতাংশ দলিত; ৮ শতাংশ আদিবাসী; আর ১৫ শতাংশ সংখ্যালঘু। যত খুশি চিৎকার করো কিন্তু এ দেশে চাকরি পাওয়া যায় না। আপনি যদি পিছিয়ে পড়া, দলিত, উপজাতি বা দরিদ্র সাধারণ শ্রেণির হন তবে আপনি চাকরি পাবেন না। নরেন্দ্র মোদী চান না আপনারা চাকরি পান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct