আপনজন ডেস্ক: উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ১৭টি আসন কংগ্রেসের হাতে ছেড়ে দিয়েছে সমাজবাদী পার্টি ও কংগ্রেস। এক যৌথ সাংবাদিক সম্মেলনে সপা-র রাজ্য সভাপতি নরেশ উত্তম প্যাটেল, সপা-র জাতীয় সাধারণ সম্পাদক রাজেন্দ্র চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাই এবং উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি ইনচার্জ অবিনাশ পান্ডে এই ঘোষণা করেন। সপা-র রাজ্য প্রধান নরেশ উত্তম প্যাটেল জানিয়েছেন, রায়বরেলি, আমেঠি, বারাণসী, গাজিয়াবাদ, কানপুর-সহ ১২টি আসনে লড়বে কংগ্রেস। মধ্যপ্রদেশের খাজুরাহো আসনে সমাজবাদী পার্টি লড়বে এবং বাকি আসনে কংগ্রেসকে সমর্থন করবে। পান্ডে বলেন, কংগ্রেস ১৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, বাকি ৬৩টি আসনে এসপি এবং অন্যান্য জোট শরিকরা প্রতিদ্বন্দ্বিতা করবে।সূত্রের খবর, বুধবার সকালে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি সপা সভাপতি অখিলেশ যাদবের সঙ্গে ফোনে কথা বলার পর আসন ভাগাভাগি নিয়ে অচলাবস্থা কেটে যায়। তারপর অখিলেশ যাদব কংগ্রেসকে উত্তরপ্রদেশে ১৭ আসন ছেড়ে দিতে সম্মত হন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct