অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: দিন সাতেক আগে তৈরি করা কমিটি পরিবর্তন করে নতুন জেলা কমিটি ঘোষণা জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। এদিন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাকক্ষে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার, তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান তোরাফ হোসেন মণ্ডল, প্রাক্তন জেলা সভাপতি মৃনাল সরকার সহ অন্যান্য নেতৃত্বের উপস্থিতিতে নতুন করে জেলা কমিটি ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল। নতুন ৭৫ জনের কমিটিতে বেশ কিছু নাম বিয়োজন ও সংযোজন করা হয়েছে। উল্লেখ্য, দিন সাথে লাগে নতুন জেলা কমিটি ঘোষণা করেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুবাস ভাওয়াল। সেই কমিটিতে দেখা যায় আগের কমিটির বেশ কিছু নেতাকে রাখা হয়নি। শুরু হয় জোর বিতর্ক। সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রকাশ্যেই মুখ খুলতে শুরু করেন বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।এরপরই এদিন সাংবাদিক সম্মেলন করে নতুন জেলা তৃণমূল কংগ্রেস কমিটি ঘোষণা করা হয়।এবিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল জানান, ‘গত ১৫ তারিখে আমাদের যে জেলা কমিটি ঘোষণা করা হয়েছিল, তাতে ছোটখাট কিছু ভুল ভ্রান্তি ছিল। রাজ্য নেতৃত্বের সাথে যোগাযোগ রেখে সেখানে কিছু পরিবর্তন করা হয়েছে। জেলা চেয়ারম্যান সহ রাজ্য নেতৃত্বের মতানুসারে আজ নতুন কমিটি ঘোষণা করা হল। সর্বশেষ কমিটির তুলনায় এবারে সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। অল্প কয়েকজন এর নাম তালিকা থেকে বাদ পড়েছে। তাদেরকে দল অন্য ভাবে কাজে লাগানোর জন্য চিন্তা ভাবনা করছে।’অন্যদিকে, দিন কয়েক আগে প্রকাশিত হওয়া জেলা কমিটির তালিকায় চেয়ারম্যানের স্বাক্ষর না থাকা প্রসঙ্গে জেলা সভাপতি বলেন, ‘সেই সময় চেয়ারম্যান কলকাতায় ছিলেন। সেই কারণে তাঁর স্বাক্ষর ছিল না।’এ বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মন্ডল জানান, ‘জেলা ও রাজ্য নেতৃত্বের সাথে আলোচনার মধ্যে দিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগের তালিকা নিয়ে আমার কোন ক্ষোভ ছিল না। যেহেতু আমি ছিলাম না, তাই আমার স্বাক্ষর ছিল না। সকলের সম্মতিক্রমে আজকে নতুন জেলা কমিটি ঘোষণা করা হল।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct