সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: সোনামুখী শহরের একাংশে গেড়ে বসছে জন্ডিস, আক্রান্ত বহু। পুর প্রধান ও উপ পুরপ্রধানের দ্বন্দই দায়ী দাবী বিজেপির, অভিযোগ উড়িয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে জানাল পুরসভা। বাঁকুড়ার সোনামুখী শহরের একাংশে ক্রমশ গেড়ে বসছে জন্ডিস। শহরের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে সংক্রমণের হার সর্বাধিক। মূলত আক্রান্ত হচ্ছে শিশু কিশোররা। প্রতিদিন আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। পুরসভার নলবাহিত পানীয় জল থেকেই ছড়িয়ে পড়ছে জন্ডিস দাবী করে এই ঘটনার জন্য পুরপ্রধান ও উপ পুরপ্রধানের দ্বন্দকেই দায়ী করছে বিরোধীরা। অভিযোগ উড়িয়ে পুরসভার দাবী বিষয়টি নজরে আসতেই প্রয়োজনীয় পদক্ষেপ করেছে পুরসভা। রাজ্যের ছোট পুরসভাগুলির মধ্যে অন্যতম সোনামুখী পুরসভা। সম্প্রতি এই পুরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে শুরু হয় জন্ডিসের প্রকোপ। একের পর এক শিশু ও কিশোর জন্ডিসে আক্রান্ত হতে শুরু করে। কারো কারো ক্ষেত্রে অসুখ এতটাই জটিল হয়ে ওঠে যে হাসপাতালে ভর্তিও করতে হয়। ওই দুটি ওয়ার্ড মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা নিয়ে মতান্তর থাকলেও প্রতিদিন যেভাবে নতুন নতুন আক্রান্তের খোঁজ মিলছে তাতে আতঙ্কিত এলাকার মানুষ। স্থানীয়দের একাংশের ধারণা পুরসভার নলবাহিত পানীয় জল থেকেই ছড়িয়ে পড়ছে জন্ডিসের জীবানু। আতঙ্কে এলাকাবাসী পুরসভার নলবাহিত জল ছেড়ে স্থানীয় সাব মার্সিবল থেকে পানীয় জল সংগ্রহ করছেন। অনেকে আবার বাধ্য হয়ে নির্ভর করছেন কেনা জলের উপর। এই অবস্থায় পুরসভার জলের ট্যাঙ্ক ও জলের পাইপ লাইন সাফাই ও জীবানুমুক্ত করার দাবী তুলছেন এলাকাবাসী। বিজেপির দাবী ওই দুটি ওয়ার্ডে মিলিয়ে প্রায় শতাধিক মানুষ জন্ডিসে আক্রান্ত হয়েছেন। এজন্য তাঁরা কাঠগোড়ায় তুলেছেন তৃনমূল পরিচালিত পুরপ্রধান বনাম উপ পুরপ্রধানের দ্বন্দ্বকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct