আলম সেখ, মেটিয়াবুরুজ, আপনজন: মঙ্গলবার কলকাতা শহরের মেটিয়াবুরুজের অ্যান্টনি গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় অল ইন্ডিয়া কুরআনের আলো ফাউন্ডেশনের পরিচালনায় সর্বভারতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার সেমি ফাইনাল। ছোটো ছোটো শিশুর মধুর কন্ঠে কোরান তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে যান হাজার হাজার দর্শক। উল্লেখ যে অল ইন্ডিয়া কুরআনের আলো ফাউন্ডেশনের পরিচালনায় এই সর্বভারতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু হয় ডিসেম্বর মাসের ২২ তারিখ। ডিসেম্বরের ২২-২৭ পর্যন্ত ফাউন্ডেশনের জাতীয় অফিস হাওড়াতে অনুষ্ঠিত হয় যেখানে ১ হাজারের অধিক অংশগ্রহণ করেন। সেদিনের সেই প্রথম পর্ব অনলাইনে হয়ে থাকলেও গত দুই দিন কলকাতার মেটিয়াবুরুজ অ্যান্টনি গ্রাউন্ডে বিশাল ভাবে সভা করে আয়োজন হয় কোয়াটার ফাইনাল ও সেমি ফাইনাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির অধ্যাপক প্রফেসর ডঃ রফিকুল ইসলাম। তিনি তাঁর বক্তৃতার মধ্যে মুসলিম সমাজকে আরবি শিক্ষা অর্জনেরপ্রতি অনুপ্রাণিত করেন। তিনি বলেন, আমি পৃথিবীর অনেক দেশ ভ্রমণ করেছি প্রতিটা দেশের ভাষা আলাদা সংস্কৃতি আলাদা কিন্তু প্রতিটা দেশে, প্রতিটা জায়গায় আমি কোরান আর হাদীস পেয়েছি। রাসূল সাঃ বিদায় হজ্জে যেই ভাষণ রেখেছিলেন সেটা ছিল মানবতার বুনিয়াদ হিসেবে। তাই আমাদের উচিত আরবি শিক্ষার প্রতি জোর দেওয়া। এটি কঠিন হলেও অসম্ভব নয়, আমার ইউনিভার্সিটিতে ডঃ মিজানুর রহমান আযহারি মাস্টার্স করেছেন, পিএইচডি করেছেন সেখানে তিনি আরবির একটু কোর্স চালু করেছিলেন আমরা তাঁর কাছে আরবি শিখেছি। অতে আমাদের আরবি পড়তে হবে, বুঝতে হবে এবং জীবনে বাস্তবায়ন করতে হবে তবেই আমরা সফল হব। কোরানের আসর আয়োজন করার জন্য মেটিয়াবুরুজ শফি কাটগোলার যুবকদের অভিনন্দন জানান আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক মুনজুর আলম কাশমি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওবন্দ থেকে আসা আওলাদে রাসুল হযরত মাওলানা হাসান আসজাদ মাদানী। এছাড়াও উপস্থিত ছিলেন গুজরাটের জামিয়াতুল কেরাত মাদ্রাসার সম্পাদক ক্বারী ইসমাইল বিসমিল্লাহ, মাওলানা শওকাত (কাঠালিয়া), মাওঃ বদরে আলম (মুর্শিদাবাদ), মাওঃ আজিজুল হক কাসেমী (পাঁশকুড়া), মুফতি ইমদাদুল ইসলাম সাহেব (ঠাকুরচক), মুফতি নাসির উদ্দিন সাহেব (চাঁদপুরী), মাওঃ আব্দুস সামাদ (কালিকাপুর), মাওঃ আব্দুস সামাদ (নন্দীগ্রাম), মাওঃ মোহাম্মাদ আলী (মদম), ডক্টর কুতুবুদ্দিন ব (মেটিয়াব্রুজ) আরো অসংখ্য আলেম মাওলানা। প্রধান বিচারক হিসেবে ছিলেন গুজরাটের জামিয়াতুল কেরাত মাদ্রাসার প্রধান ক্বারী সানাউল্লাহ। এছাড়াও বিচারক হিসেবে ছিলেন উত্তর ২৪ পরগনার জামপুর মাদ্রাসা থেকে ক্বারী আমিরুল ইসলাম ও হাওড়ার বাউরিয়া মাদ্রাসা থেকে ক্বারী সাকিব হোসেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct