নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা অঞ্চলের স্বর্ণ ব্যবসায়ীর অলঙ্কার ছিনতাই কাণ্ডে ধরা পড়লো আরো দুই দুষ্কৃতী।গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে বিহারের আবাদপুর থানা এলাকার বেলুয়া থেকে এই ছিনতাই কাণ্ডে জড়িত থাকার অপরাধে দুই দুষ্কৃতিকে গ্রেফতার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস।এই ছিনতাই কাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে নিয়েছে ওই দুই দুষ্কৃতি বলে পুলিস জানান।পুলিস সূত্রে জানা গিয়েছে,ওই দুই দুষ্কৃতির নাম মনজুর আলম ও মোহাম্মদ আলম।বুধবার তাদেরকে কোর্টে তোলা হবে।প্রসঙ্গত,দুদিন আগেই এই ছিনতাই কাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিহার থেকেই প্রথম সানাউল্লাহ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস।তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি এই দুই দুষ্কৃতিকে গ্রেফতার করা হয়।হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেবদূত গজমের জানান,এই কান্ডে জড়িত থাকার অভিযোগে মোট তিনজন দুষ্কৃতিকে গ্রেফতার হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct