মনিরুজ্জামান ও ইস্রাফিল সেখ, বারাসত, আপনজন: রাজ্য হজ কমিটি উদ্যোগে গত ১১ ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের হজ প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে মুর্শিদাবাদের মহরমপুরের রবীন্দ্র ভবন থেকে। ২২ দফায় এই প্রশিক্ষণ শিবির চলবে জেলাওয়ারি। শেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে ২৯ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনূপরের ওল্ড কালেক্টরেট কনফারেন্স হল-এ। সেই হজ প্রশিক্ষণ কর্মসূচিতে রাজ্যেল সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন দপ্তরের রাজ্য হজ কমিটির ব্যবস্থাপনায় মঙ্গলবার উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসাতের রবীন্দ্র ভবনে এই জেলার প্রথম হজ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। ২৫ ফেব্রুয়ারি দ্বিতীয় দফার প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে টাকি সংস্কৃতি মঞ্চ। মঙ্গলবার বারাসাতে প্রথম দফার এই প্রশিক্ষণ শিবিরে পাঁচ শতাধিক হজ যাত্রী প্রশিক্ষণ নেন।এই প্রশিক্ষণ শিবিরে মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ হজের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি মক্কা এবং মদিনায় প্রশাসনিক বিষয়টির কথা উল্লেখ করেন। হজ যাত্রীদের কী করা উচিত এবং কী করা উচিত নয়, তার উপর আলোকপাত করেন। মদিনাতুল হুজ্জাজ থেকে মক্কা পৌঁছানো পর্যন্ত প্রত্যেক হজ যাত্রীকে কী কী করতে হবে সে বিষয়টি তুলে ধরেন।।এই প্রশিক্ষণ শিবিরে হজ প্রশিক্ষণ দেন মাওলানা আশরারুল হক। তিনি প্রজেক্টরের মাধ্যমে মক্কা এবং মদিনায় হাজীদের কী করনীয় তার উপর দীর্ঘক্ষণ আলোচনা করেন। হজের পাঁচদিন কী কী করতে হবে প্রজেক্টরের মাধ্যমে সেটা তুলে ধরেন। আরাফাতের ময়দান,মিনা, মুজদালেফা, সাফা-মারওয়াতে কীভাবে হজের নিয়মগুলি পালন করতে হবে তার উপর বক্তব্য রাখেন।বারাসাতের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত এই হজ প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার জেলা সংখ্যালঘু আধিকারিক পূর্ণিমা দে, এমডিও কার্তিক দাস, বিএলএফ সহ বিশিষ্টজনেরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct