সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: মুর্শিদাবাদের সাগরপাড়ায় নিখোঁজ নাবালকের দেহ উদ্ধার পদ্মা নদীর জলে। মঙ্গলবার সকালে সাগরপাড়ার সাহেবনগরের কাকমারি চর এলাকায় পদ্মা নদী থেকে তাঁর দেহ উদ্ধার করেছে পুলিস। উল্লেখ্য সোমবার সকালে চর কাকমারির রিপন শেখ হটাৎ বাড়ি থেকে সীমান্তে গিয়ে নিখোঁজ হয়ে যায়। দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি করেও তাঁর হদিস না মেলায় সন্দেহ হওয়ায় পদ্মা নদীতে ডুবে থাকতে পারে এই আশঙ্কায় পরিবারের লোকেরা নদীতে খুঁজতে যায়। সেই সময় বিএসএফ তাদের বাধা দেয়। এরপরই পরিবারের লোকেরা নিখোঁজ রিপনকে খোঁজার দাবিতে সাহেবনগর বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে পুলিস ও স্থানীয়দের তরফে বিএসএফের অনুমতি নিয়ে নদীতে নেমে রিপনের খোঁজ শুরু হয়। সোমবার সন্ধ্যা নেমে আসলেও তার কোনও খোঁজ না পাওয়া গেলে মঙ্গলবার সকাল থেকে পুলিশের সহযোগিতায় ডুবুরি নামিয়ে ফের শুরু হয় রিপনের খোঁজে তল্লাশি। সকাল প্রায় সাড়ে এগারোটা নাগাদ পদ্মা নদী থেকে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এভাবে অকালে রিপনের মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকেরা। এবং মৃত রিপন শেখের কাকা জানান এলাকার বেশ কয়েকজন লোক সেই নাবালক ছেলেকে চোরাকারবারির কাজে টাকার লোভ দেখিয়ে পাঠিয়েছিল ও ছোট ছোট বাচ্চাদের এভাবেই সেই কাজে নামানো হয় এবং তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন পরিবারের সদস্যরা। সীমান্তের বিএসএফের হাত থেকে রক্ষা পেতেই এই অভিনব কায়দায় চোরাচালান চালাচ্ছে সীমান্তের চোরাকারবারীরা।ঘটনায় মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct