দেবাশীষ পাল, মালদা, আপনজন: পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের উদ্যোগে হরিশ্চন্দ্রপুর-২ ব্লকে শুরু হল স্বনির্ভর গোষ্ঠীর ক্ষুদ্র ঋণ মেলা। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু তথা রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেন সোমবার ফিতা কেটে এই মেলার শুভ উদ্বোধন করেন। গ্রামীণ এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বাবলম্বী করতেই এই ক্ষুদ্র ঋণ মেলার আয়োজন বলে জানান বিডিও তাপস পাল। হরিশ্চন্দ্রপুর ১ ও ২ ব্লকের দায়িত্বে থাকা সংখ্যালঘু দপ্তরের ফিল্ড সুপারভাইজার আফজল হোসেন জানান, গোষ্ঠী ঋণ এবং ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে মহিলারা কিভাবে আবেদন করবেন এবং সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে সে ব্যাপারে জানাতে এই মেলার আয়োজন করা হয়। সোমবার থেকে এই মেলা শুরু হয়েছে, আজ মঙ্গলবার হয়ে শেষ। এদিন অনেক স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ঋণ নিয়ে নিজেদের হাতে তৈরি করা খাদ্য সামগ্রী ও ব্যবহার্য জিনিসের দোকান নিয়ে বসেন। মুক্তি মহিলা সংঘের ভালুকা বাজার এলাকার নেতাজি স্বনির্ভর গোষ্ঠী নামের এক সদস্যা সুলতানা পারভীন জানান, এই সংখ্যালঘু দপ্তর থেকে ঋণ নিয়ে তারা বিভিন্ন হাতের কাজ শুরু করেছেন। যেমন পাটের কাজ, সুতোর কাজ, কেথা সেলাই, স্কুলের পোশাক তৈরি, মাটির ছোট ছোট প্রতিমা তৈরি, মেয়েদের বুরখা ও কুর্তি সেলাই করে বিভিন্ন জায়গায় হোলসেল দরে বিক্রি করে থাকেন। এতে তাঁরা যথেষ্ট স্বাবলম্বী হতে পেরেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct